বিএনপি নেতা কায়কোবাদের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৩৩
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন তার ছোট ভাই কাজী শাহ আরিফিন -ছবি : বাসস

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষ থেকে  হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে উন্নত মানের  খাবার বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ২৫০ জনকে কায়কোবাদের পক্ষ থেকে এ খাবার বিতরণ করেন তার ছোট ভাই কাজী শাহ আরিফিন।

 উন্নত মানের খাবার পেয়ে আহতরা বলেন, ‘অনেকেই আমাদের খোঁজখবর নিয়েছেন। তবে, কায়কোবাদ দাদা একটু ভিন্ন। উনি সবসময় আমাদের খোঁজখবর নেন। আজকে খুব উন্নত মানের খাবার, বিরিয়ানি দিয়েছেন। আগেও তিনি আমাদের জন্য খেজুর এবং পবিত্র জমজম কুপের পানিসহ বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছেন। যে বিষয়টি আমাদের কাছে খুবই ভালো লেগেছে।’

কায়কোবাদের ছোট ভাই শাহ্ কাজি আরিফিন বলেন, ‘আমরা সবসময় তাদের পাশে আছি। আমরা শুধু খাবার না,  অন্য অনেক সহায়তা  কার্যক্রম আমাদের চলমান রয়েছে যা আমরা প্রকাশ করি না। আমরা সবসময় তাদের পাশে আছি। শুধু এখন না, তারা স্বাভাবিক জীবনে ফিরে গেলেও তাদের ভুলে যাবো না।'

তিনি বলেন, আমি দাদার (কায়কোবাদ) পক্ষ থেকে এদের কাছে তার ভালোবাসার উপহার পৌঁছে দিয়েছি। আমরা দোয়া করি তারা খুব শিগগিরই সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যাবেন।

খাবার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সোহেল সামাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা ও বাঙ্গুরা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ বাসির মিয়া ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০