হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বরসহ ২ জন নিহত

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২২ আপডেট: : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৫

হবিগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলায় শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বরসহ ২ জন নিহত হয়েছে।

নিহতরা হলো, শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের ছাবেদ আলীর ছেলে শাহ আলম (২৮), একই গ্রামের তানভীর সোয়েব (৩০)। 

স্থানীয়রা জানান, শাহ আলমের সঙ্গে মাধবপুর পৌর শহরের আবুল কাশেমের কন্যার সঙ্গে বিয়ে ছিল আগামীকাল শুক্রবার।

বিয়ের বাজার করতে গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ শহরে আসেন বরসহ কয়েকজন আত্মীয়। বিয়ের বাজার শেষে সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বন্ধু তানভীরকে নিয়ে বাড়িতে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতে ধাক্কা লেগে ধুমড়েমুছড়ে যায়। ঘটনাস্থলেই তানভীর মারা যান। গুরুতর আহত অবস্থায় বর শাহ আলমকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায়  তিনি সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, মূলত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসকে ধাক্কা দিলে ধুমড়েমুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে অপরজন মারা যায়। ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার সকালে তাদের দাফন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
তৃতীয় দিন সকালের সেশনে কুলসুমকে ঘিরে আশা
অক্সিজেন সিলিন্ডারের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় চুয়াডাঙ্গায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে জাল নোট বহনের দায়ে যুবকের কারাদণ্ড
আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা সৃষ্টির প্রতিবাদ ইসলামী ছাত্রশিবিরের
অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযোগ নেই : শফিকুল আলম
আমাজনে বসবে সবচেয়ে কঠিন জলবায়ু সম্মেলন 
ঘানার ঐতিহাসিক শিল্প নিদর্শন ফেরত দিল বৃটেন ও দক্ষিণ আফ্রিকা
আজহারীর বই নকল করে বাজারে ছাড়ার বিষয়ে তদন্তের নির্দেশ
১০