মাগুরায় গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৬
মাগুরায় গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা। ছবি: বাসস

মাগুরা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): 'গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা বিআরটিএ সার্কেলের আয়োজনে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় পেশাদার গাড়িচালকদের দক্ষতা উন্নয়ন এবং সড়ক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিআরটিএর সহকারী পরিচালক, মো. ময়নুল ইসলাম, তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। এই কর্মশালার মাধ্যমে চালকদের আইন-কানুন ও নিরাপদ ড্রাইভিং সম্পর্কে সচেতন করা হচ্ছে। বিআরটিএ সর্বদা নিরাপদ সড়ক নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. প্রতিক কুমার বণিক। তিনি বলেন, দুর্ঘটনার সময় প্রাথমিক চিকিৎসার গুরুত্ব অপরিসীম। গাড়িচালকদের উচিত দুর্ঘটনার সময় কীভাবে তাৎক্ষণিক সহায়তা প্রদান করতে হয়, সে বিষয়ে সচেতন হওয়া।

ট্রাফিক ইন্সপেক্টর, সদর ট্রাফিক, মো. ফরহাদ হায়দার বলেন, নিয়মিত যানবাহন পরীক্ষা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি।

মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মো. শহিদুল ইসলাম, বলেন, গাড়িচালকদের দক্ষতা উন্নয়নের জন্য এমন প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে চালকদের নিরাপদ ড্রাইভিংয়ের কৌশল শেখানো হচ্ছে, যা সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে।

কর্মশালায় ১৭১ জন পেশাদার গাড়িচালক সড়ক নিরাপত্তা, গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ, দুর্ঘটনা প্রতিরোধে করণীয়সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে বিআরটিএর ভবিষ্যতেও এমন কর্মশালার আয়োজন করবে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিটাগং চেম্বারে চূড়ান্ত প্রার্থী ৬৩
জিয়াউরের বোলিং নৈপুন্যে প্রথম হার ঢাকার
জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের 
চেলসির কাছে পরাজিত লিভারপুল, প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
রাজধানীতে বিভিন্ন অপরাধে ২৬ জন গ্রেফতার 
‘সৌদি-বাংলাদেশ বিজনেস সামিট’ শুরু হচ্ছে আগামীকাল 
সুন্দর দেশ ও সমাজ গঠনে মানবিক গুণসম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে এনসিপির মতবিনিময় 
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত : আলী রীয়াজ
ইসরাইলে আটক ফরাসি সংসদ সদস্যরা অনশনে
১০