সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ১২

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩১

সাতক্ষীরা,২০ ফেব্রুয়ারি,২০২৫(বাসস): জেলায় দিগন্ত পরিবহন একটি যাত্রীবাহী বাস ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার শাহাদাত হোসেন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন যাত্রী। 

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় শহরের সার্কিট হাউজ মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হেলপার শাহাদাতকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে যশোরে পৌঁছানোর পর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। 

নিহত হেলপার শাহাদাত হোসেন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শফিকুল ইসলামের ছেলে। 

আহতদের মধ্যে ৫ জনকে সাতক্ষীরা সদর হাসপাতাল, দুইজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও ৫ জনকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল হক জানান, আশঙ্কাজনক অবস্থায় চায়না ও আলমগীর নামের দুই আহত ব্যক্তিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরর করা হয়েছে। এছাড়া হেলপার শাহাদাত হোসেন গুরুতর হয়ে পড়লে তাকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবহনের হেলপার শাহাদাত হোসেনকে ঢাকায় নেয়ার পথে যশোরে মারা গেছেন বলে তিনি শুনেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিটাগং চেম্বারে চূড়ান্ত প্রার্থী ৬৩
জিয়াউরের বোলিং নৈপুন্যে প্রথম হার ঢাকার
জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের 
চেলসির কাছে পরাজিত লিভারপুল, প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
রাজধানীতে বিভিন্ন অপরাধে ২৬ জন গ্রেফতার 
‘সৌদি-বাংলাদেশ বিজনেস সামিট’ শুরু হচ্ছে আগামীকাল 
সুন্দর দেশ ও সমাজ গঠনে মানবিক গুণসম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে এনসিপির মতবিনিময় 
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত : আলী রীয়াজ
ইসরাইলে আটক ফরাসি সংসদ সদস্যরা অনশনে
১০