সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ১২

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩১

সাতক্ষীরা,২০ ফেব্রুয়ারি,২০২৫(বাসস): জেলায় দিগন্ত পরিবহন একটি যাত্রীবাহী বাস ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার শাহাদাত হোসেন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন যাত্রী। 

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় শহরের সার্কিট হাউজ মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হেলপার শাহাদাতকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে যশোরে পৌঁছানোর পর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। 

নিহত হেলপার শাহাদাত হোসেন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শফিকুল ইসলামের ছেলে। 

আহতদের মধ্যে ৫ জনকে সাতক্ষীরা সদর হাসপাতাল, দুইজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও ৫ জনকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল হক জানান, আশঙ্কাজনক অবস্থায় চায়না ও আলমগীর নামের দুই আহত ব্যক্তিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরর করা হয়েছে। এছাড়া হেলপার শাহাদাত হোসেন গুরুতর হয়ে পড়লে তাকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবহনের হেলপার শাহাদাত হোসেনকে ঢাকায় নেয়ার পথে যশোরে মারা গেছেন বলে তিনি শুনেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাবের সাফল্য আকাশচুম্বী
শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : শ্রম সচিব
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি
যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম
আইএইএ’র সঙ্গে সহযোগিতা হবে ‘নতুন রূপে’ : ইরান
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
১০