সাবেক র‌্যাব কর্মকর্তা আলেপকে জিজ্ঞাসাবাদ ২৬ ফেব্রুয়ারি

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৩

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : গত ১৬ বছরে বিভিন্ন সময়ে সংঘটিত গুম ও গুম-পরবর্তী নির্যাতনের মামলায় র‌্যাবের সাবেক কর্মকর্তা বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে জিজ্ঞাসবাদের জন্য ২৬ ফেব্রুয়ারি ও (এসপি) মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

আজ প্রসিউশনের পৃথক দু’টি আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে এই মামলার শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

তিনি আদালতকে জানান, ‘২০১৮ সালে জনৈক বন্দিকে গুম করে তার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন আলেপ। ভয়াবহভাবে মানসিকভাবে বিপর্যস্ত ভুক্তভোগী এর কিছুদিন পরই মৃত্যুবরণ করেন। গুম ও নির্যাতনসহ অমানবিক অপরাধের সবচেয়ে বেশি অভিযোগ আসা ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম। জঘন্য কায়দায় বন্দীদের নির্যাতন, নারীবন্দীসহ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নারী সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তার বিরুদ্ধে আছে।’

চিফ প্রসিকিউটর জানান, তার বিরুদ্ধে নতুন করে বেশকিছু গুরুতর অভিযোগ আসার কারণে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

পাশাপাশি, মহিউদ্দিন ফারুকীর ব্যাপারে আদালতকে তিনি বলেন, ‘গুম কমিশনের বেশ কয়েকটি রিপোর্টে তার নাম বারবার এসেছে। অমানুষিক নির্যাতনের মূল হোতা বলা হতো তাকে। এই বিষয়ে অধিকতর ও বিস্তৃত তদন্ত করে প্রতিবেদন জমা দিতে সময়ের প্রয়োজন।’

আদালত আজ সাবেক দুই র‌্যাব কর্মকর্তার উপস্থিতিতে শুনানি শেষে আবেদন মঞ্জুর করে এই দিন ধার্য করেন। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, আব্দুল্লাহ আল নোমান, তারেক আব্দুল্লাহ ও ব্যারিস্টার শাইখ মাহদী।

উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর ভোরে রাঙামাটি জেলার কাউখালী এলাকা মহিউদ্দিন ফারুকীকে ও একইদিন রাতে বরিশাল মহানগর এলাকা থেকে আলেপ উদ্দিনকে গ্রেপ্তার করে বরিশাল গোয়েন্দা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০