চট্টগ্রামে আ. লীগ-শ্রমিক লীগ-ছাত্রলীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৪

চট্টগ্রাম, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের আরো ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার দুপুর ১টা থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের বেশিরভাগ পতিত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে চিহ্নিত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বন্দর থানার ৩৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রানা চৌধুরী মাইকেল (৩৭), মো. হারুনুর রশিদ প্রকাশ সজীব (২৮), মনির উদ্দিন নাদিম প্রকাশ তাসমির (১৯), সৈয়দ মোহাম্মদ আবুল ইয়ারুজ (৩৯), শাহারান (৩১), আব্দুল করিম জুয়েল (৩১), মো. ইমরান হোসেন (৩৫), মো. মোশারফ হোসেন (৪২), মো. আবদুল গোফরান কচি (৩৮), মো. নাঈম (২৭), মো. ইমরান (৩৬), মো. তাজুল ইসলাম (৫০), মো. জামাল উদ্দিন (৪০), নয়ন দাশ (২৮), সুকুমার দাস (৩৮), মো. জামাল হোসেন (৩৩), মো. সামির (১৯), মো. বেলাল উদ্দিন (৩৭), মো. লোকমান (৪২), সদরঘাট থানা হকার্স লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান (৪৭), নুরুল ইসলাম বালা (৪২), মোহাম্মদ আবুল বশর (৪১), মো. নাছির (৪৪), শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের (৪২), মোক্তার হোসেন (৩৬), মো. হেলাল উদ্দিন (৫০), মো. জাহেদুল ইসলাম (৩৫), মো. মনির (২৮) ও মো. মানিক (৩২)। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসী বিরোধী ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাবের সাফল্য আকাশচুম্বী
শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : শ্রম সচিব
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি
যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম
আইএইএ’র সঙ্গে সহযোগিতা হবে ‘নতুন রূপে’ : ইরান
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
১০