চট্টগ্রামে আ. লীগ-শ্রমিক লীগ-ছাত্রলীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৪

চট্টগ্রাম, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের আরো ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার দুপুর ১টা থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের বেশিরভাগ পতিত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে চিহ্নিত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বন্দর থানার ৩৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রানা চৌধুরী মাইকেল (৩৭), মো. হারুনুর রশিদ প্রকাশ সজীব (২৮), মনির উদ্দিন নাদিম প্রকাশ তাসমির (১৯), সৈয়দ মোহাম্মদ আবুল ইয়ারুজ (৩৯), শাহারান (৩১), আব্দুল করিম জুয়েল (৩১), মো. ইমরান হোসেন (৩৫), মো. মোশারফ হোসেন (৪২), মো. আবদুল গোফরান কচি (৩৮), মো. নাঈম (২৭), মো. ইমরান (৩৬), মো. তাজুল ইসলাম (৫০), মো. জামাল উদ্দিন (৪০), নয়ন দাশ (২৮), সুকুমার দাস (৩৮), মো. জামাল হোসেন (৩৩), মো. সামির (১৯), মো. বেলাল উদ্দিন (৩৭), মো. লোকমান (৪২), সদরঘাট থানা হকার্স লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান (৪৭), নুরুল ইসলাম বালা (৪২), মোহাম্মদ আবুল বশর (৪১), মো. নাছির (৪৪), শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের (৪২), মোক্তার হোসেন (৩৬), মো. হেলাল উদ্দিন (৫০), মো. জাহেদুল ইসলাম (৩৫), মো. মনির (২৮) ও মো. মানিক (৩২)। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসী বিরোধী ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ব্রেভিসের রেকর্ড ইনিংসে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
১০