সাতক্ষীরায় সাড়ে ৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১০

সাতক্ষীরা ,২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৮ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ফলমোড় নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী বাজার নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল গরিয়াডাঙ্গা ব্রিজ নামক স্থান হতে ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি পাকা রাস্তা ও কুটির বাড়ি নামক স্থান হতে ৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুূধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে ২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল হিজলদী পূর্ব পাড়া নামক স্থান হতে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি  জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৮ লাখ ৪৪ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাবের সাফল্য আকাশচুম্বী
শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : শ্রম সচিব
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি
যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম
আইএইএ’র সঙ্গে সহযোগিতা হবে ‘নতুন রূপে’ : ইরান
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
১০