সাতক্ষীরায় সাড়ে ৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১০

সাতক্ষীরা ,২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৮ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ফলমোড় নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী বাজার নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল গরিয়াডাঙ্গা ব্রিজ নামক স্থান হতে ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি পাকা রাস্তা ও কুটির বাড়ি নামক স্থান হতে ৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুূধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে ২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল হিজলদী পূর্ব পাড়া নামক স্থান হতে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি  জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৮ লাখ ৪৪ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন
কাতারে হামলার জন্য নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট ট্রাম্প
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
মার্কিন-ভারত বাণিজ্য আলোচনা অব্যাহত রয়েছে: ট্রাম্প
ধর্ষণের পরে হত্যা দাবি করে মিথ্যা স্ক্রিপ্টেড ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
চীন সফরে যাচ্ছে মার্কিন আইন প্রণেতাদের প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রে আটক কর্মীদের ফিরিয়ে আনতে বিমান পাঠাচ্ছে দ. কোরিয়া
আওয়ামী আমলের ভিডিওকে সাম্প্রতিক বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
আগামী জাতীয় নির্বাচনে নারীরা বেশি ভোট দেবে: আফরোজা খানম
গাইবান্ধার গিদারীকে পরিবেশবান্ধব ইউনিয়ন ঘোষণা 
১০