রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠন

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৪

রংপুর, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ( বাসস) : দীর্ঘ ১৯ বছর পর রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আমিনুল ইসলাম রাঙ্গা এবং সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম ডালেজ নির্বাচিত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলার রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয়ে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটাভুটি শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে নাজির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক পদে জুয়েল হোসেন মন্ডল ও আব্দুস সালাম আজাদ জুয়েল নির্বাচিত হয়েছেন।

ছয় সদস্যের এই কমিটিকে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।

দ্বিতীয় অধিবেশনে সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে।

বিকেলে উপজেলার রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সেখানে দলীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এ ছাড়া অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে ও সদস্যসচিব খন্দকার মতিয়ার রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম উদ্বোধক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু ও জেলা বিএনপির সদস্য এমদাদুল হক ভরসা ও মামুনুর রশিদসহ আরও অনেকে।

এর আগে ২০০৬ সালে পীরগাছা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
তৃতীয় দিন সকালের সেশনে কুলসুমকে ঘিরে আশা
অক্সিজেন সিলিন্ডারের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় চুয়াডাঙ্গায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে জাল নোট বহনের দায়ে যুবকের কারাদণ্ড
আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা সৃষ্টির প্রতিবাদ ইসলামী ছাত্রশিবিরের
অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযোগ নেই : শফিকুল আলম
আমাজনে বসবে সবচেয়ে কঠিন জলবায়ু সম্মেলন 
ঘানার ঐতিহাসিক শিল্প নিদর্শন ফেরত দিল বৃটেন ও দক্ষিণ আফ্রিকা
আজহারীর বই নকল করে বাজারে ছাড়ার বিষয়ে তদন্তের নির্দেশ
১০