সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজে কোন গাফিলতি ছাড় দেয়া হবে না: জেলা প্রশাসক

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৮
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। ফাইল ছবি

সুনামগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ যতটুকু সম্পন্ন হয়েছে ততটুকু কাজের বিল প্রদান করা হবে। কাজে কোন গাফিলতি হলে ছাড় দেয়া হবে না।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক মনিটরিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলার হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ দ্রুত সম্পন্ন করতে জেলার ১২টি উপজেলা নির্বাহী অফিসার, পানি উন্নয়ন বোর্ডের সাইট কর্মকর্তা ও প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি (পিআইসি)’র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

বক্তব্য রাখেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শেরে নূর আলী, জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ, নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব-এর জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলা কাবিটা কমিটির সদস্য আবু নাছের প্রমুখ।

সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার জনি রায়, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান, শন্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়সহ বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসাররা নিজ নিজ উপজেলার কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন।

সভায় জানানো হয়, সামগ্রিকভাবে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ ৮৫ ভাগ সম্পন্ন হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে শতভাগ সম্পন্ন করা হবে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পওর-১ মামুন হাওলাদার সভায় জানান, জেলার ৫৩টি হাওরের ৫৯৩ কিলোমিটার ফসল রক্ষা বাঁধের এক শ’ ২৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। কাজের সুবিধার্থে ৫৯৩ কিলোমিটারে ৬৮৭টি পিআইসি করা হয়েছে।

আজ পর্যন্ত সামগ্রিকভাবে ৮৪ ভাগ বাঁধের কাজ হয়েছে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে শতভাগ কাজ সম্পন্ন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাবের সাফল্য আকাশচুম্বী
শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : শ্রম সচিব
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি
যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম
আইএইএ’র সঙ্গে সহযোগিতা হবে ‘নতুন রূপে’ : ইরান
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
১০