সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজে কোন গাফিলতি ছাড় দেয়া হবে না: জেলা প্রশাসক

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৮
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। ফাইল ছবি

সুনামগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ যতটুকু সম্পন্ন হয়েছে ততটুকু কাজের বিল প্রদান করা হবে। কাজে কোন গাফিলতি হলে ছাড় দেয়া হবে না।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক মনিটরিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলার হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ দ্রুত সম্পন্ন করতে জেলার ১২টি উপজেলা নির্বাহী অফিসার, পানি উন্নয়ন বোর্ডের সাইট কর্মকর্তা ও প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি (পিআইসি)’র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

বক্তব্য রাখেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শেরে নূর আলী, জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ, নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব-এর জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলা কাবিটা কমিটির সদস্য আবু নাছের প্রমুখ।

সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার জনি রায়, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান, শন্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়সহ বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসাররা নিজ নিজ উপজেলার কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন।

সভায় জানানো হয়, সামগ্রিকভাবে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ ৮৫ ভাগ সম্পন্ন হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে শতভাগ সম্পন্ন করা হবে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পওর-১ মামুন হাওলাদার সভায় জানান, জেলার ৫৩টি হাওরের ৫৯৩ কিলোমিটার ফসল রক্ষা বাঁধের এক শ’ ২৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। কাজের সুবিধার্থে ৫৯৩ কিলোমিটারে ৬৮৭টি পিআইসি করা হয়েছে।

আজ পর্যন্ত সামগ্রিকভাবে ৮৪ ভাগ বাঁধের কাজ হয়েছে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে শতভাগ কাজ সম্পন্ন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীতে তথ্য কর্মকর্তাদের উঠান বৈঠক অনুষ্ঠিত
আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ সরকার
সুন্দরবনে কুমির নিয়ে গবেষণা 
ঈদ-ই-মিলাদুন্নবী শান্তিপূর্ণ উদযাপনে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা
নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ সমাপ্ত
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা 
শ্রীলঙ্কায় পর্যটক বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৬
যানজটের নওগাঁ শহরে আশার আলো চার লেন সড়ক
সি'র সঙ্গে সম্পর্ক স্থিরভাবে বিকশিত করার আশা কিমের: কেসিএনএ
রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দম্পতি নিহত 
১০