ঢাকা, ১২ আগস্ট ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যূত্থান উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় তিতাস ক্লাবের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।
ফিদে মাস্টার সাজিদ ৬ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শেষ রাউন্ডের খেলার আগেই শিরোপা জয় করেন।
সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ৫ জন খেলোয়াড় মিলিতভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়রা হলেন স্পোর্টস বাংলার ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, তিতাস ক্লাবের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন ও মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু এবং সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের অন্ত চৌধুরী।
চার পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ৪ জন খেলোয়াড়- বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, লিওনাইন চেস ক্লাবের অভিক সরকার ও রায়ান রশিদ মুগ্ধ।
আজ (মঙ্গলবার) বিকালে আইসিটি বিভাগের শেওড়াপাড়াস্থ ইয়ুথ টাওয়ারের লেভেল-৪ এ ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সাজিদ ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে, অন্ত চৌধুরী ফিদে মাস্টার সেখ নাসির আহমেদকে, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু তাশরিক সায়হান শানকে, আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন শেখ রাশেদুল হাসানকে, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিনকে, ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে, রায়ার রশিদ মুগ্ধ দেলোয়ার হোসেনকে, সারোয়ার হোসেন উল্লাস মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হক কাজী সাইফকে, মোঃ মঞ্জুর আলম মুহতাদি তাজওয়ার নাশিদকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো তানভীর আলমকে ও ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ আওসাফ চৌধুরীকে পরাজিত করেন।
ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের সাথে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে, আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ মোঃ নাসির উদ্দিনের সাথে ও আহনাফ জারিফ হক মোহাম্মদ শাকিলের সাথে ড্র করেন। আজান মাহমুদ সিয়াম চৌধুরীর বিরুদ্ধে ওয়াক-ওভার পান।
সপ্তম ও শেষ রাউন্ডের খেলা আগামীকাল দুপুর ২টা হতে একই স্থানে শুরু হবে।