রাঙ্গামাটি,২০ ফেব্রুয়ারি, ২০২৫(বাসস): জেলায় আজ যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলাধীন সাপছড়ি ইউনিয়নে দোপ্পায়াছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান বাসসকে জানান, সাপছড়ি এলাকায় আজ একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের টিম, সেনাবাহিনীসহ স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়। আহত ১৫ জনের মধ্যে ৪ জন আহত হলেও অন্যান্য কম আহতরা নিজ দায়িত্বে বাসায় চলে গেছে বলে জানান তিনি।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. এন্থনী চাকমা বাসসকে জানান৷ বাস দুর্ঘটনায় আহতদের মধ্যে মোট ৪ জন হাসপাতালে এসেছেন। তাদের আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি।