লালমনিরহাটে একুশে বই মেলার উদ্বোধন

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৫

লালমনিরহাট,২০ফেব্রুয়ারি,২০২৫(বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে তুষভান্ডার পাবলিক লাইব্রেরির আয়োজনে আট দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টায় তুষভান্ডার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অমর একুশে বইমেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন করেন লালমনিরহাট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লালমনিরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য সালেহ উদ্দিন আহমেদ হেলাল।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লালমনিরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য সালেহ উদ্দিন আহমেদ হেলাল। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফারহান উদ্দিন পাশা।

মেলায় ৪৩টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবং আট দিনব্যাপী এ মেলায় প্রতিদিন নৃত্যানুষ্ঠান, শিশুদের কুইজ, ছড়া, আবৃত্তি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়িত হবে বলে জানিয়েছেন মেলা উদযাপন কমিটির সদস্যরা। প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ হেলাল বলেন, এ বইমেলা শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি করবে এবং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি উপাচার্যের সঙ্গে আইসেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ
মাদারীপুরে জাতীয় চ্যাম্পিয়ানশীপের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত
চাকসু নির্বাচন: প্রার্থী ও শিক্ষার্থীদের সঙ্গে কমিশনের মতবিনিময় 
চাহিদা মেটাতে সেপ্টেম্বরে ১০ কার্গো এলএনজি সংগ্রহ করেছে সরকার
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
বাংলাদেশি কসমেটিকস শিল্পে বৈশ্বিক আগ্রহ
আগামীকাল লক্ষ্মীপূজা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
ভারী বর্ষণে বগুড়া শহরের বিভিন্ন সড়ক, খেলার মাঠ ও নিচু এলাকা প্লাবিত
১০