লালমনিরহাটে একুশে বই মেলার উদ্বোধন

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৫

লালমনিরহাট,২০ফেব্রুয়ারি,২০২৫(বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে তুষভান্ডার পাবলিক লাইব্রেরির আয়োজনে আট দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টায় তুষভান্ডার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অমর একুশে বইমেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন করেন লালমনিরহাট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লালমনিরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য সালেহ উদ্দিন আহমেদ হেলাল।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লালমনিরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য সালেহ উদ্দিন আহমেদ হেলাল। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফারহান উদ্দিন পাশা।

মেলায় ৪৩টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবং আট দিনব্যাপী এ মেলায় প্রতিদিন নৃত্যানুষ্ঠান, শিশুদের কুইজ, ছড়া, আবৃত্তি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়িত হবে বলে জানিয়েছেন মেলা উদযাপন কমিটির সদস্যরা। প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ হেলাল বলেন, এ বইমেলা শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি করবে এবং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
তৃতীয় দিন সকালের সেশনে কুলসুমকে ঘিরে আশা
অক্সিজেন সিলিন্ডারের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় চুয়াডাঙ্গায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে জাল নোট বহনের দায়ে যুবকের কারাদণ্ড
আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা সৃষ্টির প্রতিবাদ ইসলামী ছাত্রশিবিরের
অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযোগ নেই : শফিকুল আলম
আমাজনে বসবে সবচেয়ে কঠিন জলবায়ু সম্মেলন 
ঘানার ঐতিহাসিক শিল্প নিদর্শন ফেরত দিল বৃটেন ও দক্ষিণ আফ্রিকা
আজহারীর বই নকল করে বাজারে ছাড়ার বিষয়ে তদন্তের নির্দেশ
১০