নাটোর জেলা আইনজীবী সমিতি’র নির্বাচন সম্পন্ন

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২০

নাটোর, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নাটোর জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে বিএনপি সমর্থিত রুহুল আমিন তালুকদার টগর সভাপতি এবং মো. শরিফুল হক মুক্তা সাধারণ সম্পাদক নর্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত বার ভবনে ভোট গ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. মুক্তার হোসেন।

শুধুমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দু’জন প্রার্থী থাকায় ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে শহীদ মাহমুদ মিঠু ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান পেয়েছেন ৮৫ ভোট। ২৭০ জন ভোটারের মধ্যে ২২০ জন ভোট প্রদান করেন।

সমিতির মোট ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সমিতির নির্বাচিত কর্মকর্তাবৃন্দ হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি এস এম লুৎফর রহমান রাব্বানী, জুনিয়র সহ-সভাপতি রফিক আহম্মদ, কোষাধ্যক্ষ মোখলেসুর রহমান মিলন, নিরিক্ষণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পাঠাগার সম্পাদক মো. সুদীপ্ত সাওন, ম্যাগাজিন সম্পাদক সাঈদুল ইসলাম, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মো. মাহমুদুর রহমান প্রাং এবং মহিলাবিষয়ক সম্পাদক দিনাই তাছরিন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি উপাচার্যের সঙ্গে আইসেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ
মাদারীপুরে জাতীয় চ্যাম্পিয়ানশীপের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত
চাকসু নির্বাচন: প্রার্থী ও শিক্ষার্থীদের সঙ্গে কমিশনের মতবিনিময় 
চাহিদা মেটাতে সেপ্টেম্বরে ১০ কার্গো এলএনজি সংগ্রহ করেছে সরকার
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
বাংলাদেশি কসমেটিকস শিল্পে বৈশ্বিক আগ্রহ
আগামীকাল লক্ষ্মীপূজা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
ভারী বর্ষণে বগুড়া শহরের বিভিন্ন সড়ক, খেলার মাঠ ও নিচু এলাকা প্লাবিত
১০