রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৩ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইতালি

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৩
ফাইল ছবি

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৩ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছে ইতালি সরকার। 

ইতালির দেওয়া এই ৩ মিলিয়ন ইউরো জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং বিশ্ব খাদ্য সংস্থার কর্মসূচি বাস্তবায়ন (ডব্লিউএফপি) এবং শরণার্থী ক্যাম্পে তাদের জরুরি মানবিক সেবা প্রদান অব্যাহত রাখতে সহায়তা করবে।

ইতালির এই সহায়তা শরণার্থীদের অধিকার এবং মানবিক পরিস্থিতি উন্নয়ন করতে গুরুত্বপূর্ণ ভূূমিকা রাখবে বলে ইউএনএইচসিআর এবং ডব্লিউএফপি’র যৌথ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, শরণার্থীদের সুরক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ইউএনএইচসিআর-এর জন্য ১ মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে। যা ক্যাম্পের শরণার্থীদের জীবনমান উন্নয়ন এবং জরুরি পরিষেবা যেমন: নিবন্ধন, শেল্টার, স্বাস্থ্য সেবা, পানি, স্যানিটেশন, স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো নিশ্চিত করবে। বাকি দুই মিলিয়ন ইউরো বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) জন্য বরাদ্দ থাকছে। যা শরণার্থীদের জন্য জীবনরক্ষাকারী খাদ্য সহায়তা অব্যাহত রাখতে সহায়তা করবে। একই সঙ্গে মা, শিশু, গভর্বতী এবং মাতৃদুগ্ধ পান, ব্রেস্ট ফিডিং নারীদের অপুষ্টি প্রতিরোধের পাশাপািশ তাদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করবে।

বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, ‘এই সহায়তা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি ইতালির প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। এই প্রতিশ্রুতি সম্প্রতি ঢাকা সফরের সময় ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেছেন।  

আমরা ইউএনএইচসিআর ও ডব্লিউএফপি’র মাঠ পর্যায়ের কাজকে সাধুবাদ জানাই। এই দীঘর্স্থায়ী এবং বহুমুখী মানবিক সংকটে সংস্থা দুটি সহযোগিতা করে চলছে। 

বাংলাদেশে জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রতিনিধি সুম্বুল রিজভি বলেন, ‘এই সহায়তা রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ইতালির জনগণের সংহতির প্রমাণ। আমরা সবাই ভালোভাবেই জানি যে, আর্ন্তজাতিক সমর্থন আমরা সব সময় সমানভাবে পাবো তা নিশ্চিত নয়। এটি এমন এক সংকট যা আমরা ভুলে থাকতে পারি না। এই সংকটকে আলোচনায় রাখতে ইতালির জনগণের মহানুভবতা ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধান উপদেষ্টা
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
১০