রংপুরে ৩০০ জন চক্ষু রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৮
বৃহস্পতিবার রংপুরে আয়োজিত দিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে। ছবি: বাসস

রংপুর, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): আজ বৃহস্পতিবার মহানগরীর শীতল ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত দিনব্যাপী একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় ৩০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রংপুর এবং রংপুর মেডিকেল কলেজের সহযোগিতায় বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয়।

রংপুর সিএমএইচ থেকে তিনজন এবং রংপুর মেডিকেল কলেজের দু’জনসহ মোট পাঁচজন চক্ষু বিশেষজ্ঞ নার্স, টেকনোলজিস্ট এবং সহকারীদের সহযোগিতায় রোগীদের চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে সকল চিকিৎসাসহ প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

এছাড়াও, বেশ কয়েকজন রোগী নির্বাচন করা হয় যাদেরকে খুব শিগগিরই রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে বিনামূল্যে চোখের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ শিবিরে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একশ নারী আসনে সরাসরি নির্বাচন দাবি এনসিপি’র
আর্থনা শীর্ষ সম্মেলনে স্বাগত জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে 
বিরামপুরে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ
রাঙ্গামাটিতে রোপা বোরো ধান কাটার উদ্বোধন
উবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর সাবস্ক্রিপশন কৌশলের অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা 
কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশী চার নারী ক্রীড়াবিদের যোগদান
কুমিল্লায় বাণিজ্যিকভাবে পান চাষ হচ্ছে,দরকার সরকারি সহযোগিতা
তৃতীয় দিনের খেলা শুরু দুপুর ১টায়
নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি ৬ মে
১০