রংপুরে ৩০০ জন চক্ষু রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৮
বৃহস্পতিবার রংপুরে আয়োজিত দিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে। ছবি: বাসস

রংপুর, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): আজ বৃহস্পতিবার মহানগরীর শীতল ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত দিনব্যাপী একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় ৩০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রংপুর এবং রংপুর মেডিকেল কলেজের সহযোগিতায় বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয়।

রংপুর সিএমএইচ থেকে তিনজন এবং রংপুর মেডিকেল কলেজের দু’জনসহ মোট পাঁচজন চক্ষু বিশেষজ্ঞ নার্স, টেকনোলজিস্ট এবং সহকারীদের সহযোগিতায় রোগীদের চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে সকল চিকিৎসাসহ প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

এছাড়াও, বেশ কয়েকজন রোগী নির্বাচন করা হয় যাদেরকে খুব শিগগিরই রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে বিনামূল্যে চোখের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ শিবিরে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হার্টের রিংয়ের নতুন দাম কার্যকর ১ অক্টোবর থেকে
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধান উপদেষ্টা
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০