রংপুরে ৩০০ জন চক্ষু রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৮
বৃহস্পতিবার রংপুরে আয়োজিত দিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে। ছবি: বাসস

রংপুর, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): আজ বৃহস্পতিবার মহানগরীর শীতল ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত দিনব্যাপী একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় ৩০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রংপুর এবং রংপুর মেডিকেল কলেজের সহযোগিতায় বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয়।

রংপুর সিএমএইচ থেকে তিনজন এবং রংপুর মেডিকেল কলেজের দু’জনসহ মোট পাঁচজন চক্ষু বিশেষজ্ঞ নার্স, টেকনোলজিস্ট এবং সহকারীদের সহযোগিতায় রোগীদের চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে সকল চিকিৎসাসহ প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

এছাড়াও, বেশ কয়েকজন রোগী নির্বাচন করা হয় যাদেরকে খুব শিগগিরই রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে বিনামূল্যে চোখের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ শিবিরে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
তৃতীয় দিন সকালের সেশনে কুলসুমকে ঘিরে আশা
অক্সিজেন সিলিন্ডারের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় চুয়াডাঙ্গায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে জাল নোট বহনের দায়ে যুবকের কারাদণ্ড
আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা সৃষ্টির প্রতিবাদ ইসলামী ছাত্রশিবিরের
অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযোগ নেই : শফিকুল আলম
আমাজনে বসবে সবচেয়ে কঠিন জলবায়ু সম্মেলন 
ঘানার ঐতিহাসিক শিল্প নিদর্শন ফেরত দিল বৃটেন ও দক্ষিণ আফ্রিকা
১০