রংপুরে ৩০০ জন চক্ষু রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৮
বৃহস্পতিবার রংপুরে আয়োজিত দিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে। ছবি: বাসস

রংপুর, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): আজ বৃহস্পতিবার মহানগরীর শীতল ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত দিনব্যাপী একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় ৩০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রংপুর এবং রংপুর মেডিকেল কলেজের সহযোগিতায় বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয়।

রংপুর সিএমএইচ থেকে তিনজন এবং রংপুর মেডিকেল কলেজের দু’জনসহ মোট পাঁচজন চক্ষু বিশেষজ্ঞ নার্স, টেকনোলজিস্ট এবং সহকারীদের সহযোগিতায় রোগীদের চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে সকল চিকিৎসাসহ প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

এছাড়াও, বেশ কয়েকজন রোগী নির্বাচন করা হয় যাদেরকে খুব শিগগিরই রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে বিনামূল্যে চোখের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ শিবিরে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন
কাতারে হামলার জন্য নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট ট্রাম্প
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
মার্কিন-ভারত বাণিজ্য আলোচনা অব্যাহত রয়েছে: ট্রাম্প
ধর্ষণের পরে হত্যা দাবি করে মিথ্যা স্ক্রিপ্টেড ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
চীন সফরে যাচ্ছে মার্কিন আইন প্রণেতাদের প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রে আটক কর্মীদের ফিরিয়ে আনতে বিমান পাঠাচ্ছে দ. কোরিয়া
আওয়ামী আমলের ভিডিওকে সাম্প্রতিক বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
আগামী জাতীয় নির্বাচনে নারীরা বেশি ভোট দেবে: আফরোজা খানম
গাইবান্ধার গিদারীকে পরিবেশবান্ধব ইউনিয়ন ঘোষণা 
১০