ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধনে নয়া রেকর্ড এনবিআরের

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৩

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধনে নয়া রেকর্ড করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার একদিনে ১ হাজার ৭২৩টি নতুন ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন করেছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি সারাদেশে ৪৩৯টি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়। 

এনবিআর জানায়, গত ৬ ফেব্রুয়ারি ভ্যাটের আওতা বৃদ্ধির নির্দেশনা প্রদানের দুই সপ্তাহেরও কম সময়ে বুধবার একদিনে ভ্যাট নিবন্ধনের এই নয়া রেকর্ড হয়। 

এর মধ্যে উৎপাদক শ্রেণীতে ৪৬টি, সেবাগ্রহীতা ৮৬২টি, খুচরা ও পাইকারি বিক্রেতা ৫০০টি, আমদানিকারক ২৯টি, রপ্তানিকারক ৯টি ও অন্যান্য ২৭৭টি প্রতিষ্ঠান রয়েছে। এটি বর্তমান সরকারের সময় নতুন রেকর্ড। মাঠপর্যায়ের সকল ভ্যাট কমিশনার একযোগে নতুন করদাতা খুঁজে বের করে প্রতিযোগিতামূলক ভ্যাট দাতা শনাক্ত করছেন। রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান প্রতিদিনের নিবন্ধন মনিটর করছেন। এছাড়া ভ্যাট আদায় বৃদ্ধি ও করজাল বিস্তৃতিতে দেশের ১২টি ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা দৈনিক কর্মঘণ্টার অতিরিক্ত সময়েও কাজ করছেন।

বুধবার সারাদেশে ১ দিনে চট্টগ্রাম কমিশনারেটে ৫৭৯ জন, ঢাকা (উত্তর) কমিশনারেটে ১৮০ জন, ঢাকা (পশ্চিম) কমিশনারেটে ২৬৬ জন, খুলনা কমিশনারেটে ১৯৫ জন, রাজশাহী কমিশনারেটে ৫০ জন, যশোর কমিশনারেটে ৪৭ জন, রংপুর কমিশনারেটে ৪১ জন, কুমিল্লা কমিশনারেটে ২৭ জন, ঢাকা (দক্ষিণ) কমিশনারেটে ৭১ জনসহ মোট ১ হাজার ৭২৩ জন ব্যবসায়ী নতুন নিবন্ধন গ্রহণ করেছেন।

উল্লেখ্য, রাজস্ব আদায়ে সরকারের নতুন নীতি ও দিক-নির্দেশনা অনুযায়ী কর- জিডিপি অনুপাত বৃদ্ধি, কর আদায় সন্তোষজনক ও করজাল সম্প্রসারণ করতে সক্রিয়ভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড। 

ইতোপূর্বে, ফেব্রুয়ারি মাসকে কমিশনারদের জন্য নিবন্ধনের মাস হিসেবে ঘোষণা দেয় এনবিআর। সে লক্ষ্যে নতুন ভ্যাট নিবন্ধন বৃদ্ধির জন্য বুধবার সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্লাটফর্ম এবং জেনেক্সের প্রতিনিধি ও ভ্যাট বাস্তবায়ন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সম্পৃক্তি, সংযোগ, সমন্বয় রক্ষার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। একইভাবে তিনি মাঠ পর্যায়ের কমিশনারদেরকেও সম্পৃক্ত করেন। ফলে ১ দিনে রেকর্ড সংখ্যক নতুন ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন দেয়া সম্ভব হয়েছে। 

বর্তমান সরকার নিবন্ধনের আওতা বাড়ানোর লক্ষ্যে ইতোমধ্যে বিদ্যমান ভ্যাট আইনে সংশোধন এনেছে। এখন যে কোন ব্যবসায়ীর বাৎসরিক টার্নওভার ৫০ লক্ষ টাকার অধিক হলেই তাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হার্টের রিংয়ের নতুন দাম কার্যকর ১ অক্টোবর থেকে
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধান উপদেষ্টা
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০