ইতিবাচক কর্মসম্পর্ক গড়ে তুলতে সম্মত ঢাকা ও দিল্লি : পররাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৭
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দিল্লি ও ঢাকা ইতিবাচক কর্মসম্পর্ক গড়ে তুলতে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে সম্মত হয়েছে। 

সম্প্রতি ওমানের মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে উপদেষ্টা আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা একমত হয়েছি যে, আমাদের একটি ভালো কর্মসম্পর্ক থাকা দরকার'।

তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য গতি ফিরে পেয়েছে এবং এটি আগের অবস্থায় পৌঁছেছে, তবে ভিসা সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর মতো কিছু সমস্যা এখনও সমাধান করা দরকার।

তিনি বলেন, 'বিষয়টি জয়শঙ্কর ইতিবাচকভাবে নিয়েছেন।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আলোচনায় সুনির্দিষ্ট কোনো চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়নি, তবে উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে কিছু বাধা অতিক্রম করার প্রয়োজনীয়তা স্বীকার করেছে।

হোসেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার উল্লেখ করে তিনি জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল নয়া দিল্লিতে। 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি, তবে সাধারণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, এটি একটি স্বতন্ত্র ইস্যু এবং আদালতের আদেশের পর বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।

মার্কিন অর্থায়ন স্থগিতের বিষয়ে হোসেন বলেন, এটি নির্দিষ্ট করে বাংলাদেশের কোনো বিষয় নয়।

এই মুহূর্তে বাংলাদেশের কিছু করার নেই, তবে চ্যালেঞ্জ মোকাবেলার উপায় খুঁজে বের করতে হবে।

অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) ফাঁকে রোববার ওমানের মাসকাটে জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা হোসেন।

বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের চ্যালেঞ্জগুলো স্বীকার করেন এবং সেগুলো মোকাবেলায় একসঙ্গে কাজ করার ওপর জোর দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধান উপদেষ্টা
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
১০