রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা

বাসস
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড ও আমবাগানে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫৭ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ২৮ মিনিটে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারের বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি লতিফকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা 
দ্বিতীয় ওয়ানডেতে দলের সাথে থাকছেন না সিমন্স
তুর্কেমেনিস্তানকে হারিয়ে বাছাই পর্ব শেষ করতে চায় বাংলাদেশ
বিগত দিনে সনাতন ধর্মালম্বী ভাইবোনেরা অনেক নির্যাতিত হয়েছে, বিচার পায়নি : নাহিদ ইসলাম
জোতার স্মরণে ২০ নম্বর জার্সি ‘অমর’ করে রাখবে লিভারপুল
ধর্মীয় মূল্যবোধ মানব চরিত্রকে উৎকর্ষের পূর্ণতায় অভিষিক্ত করে: ধর্ম উপদেষ্টা
মাগুরায় কমিউনিটি ক্লিনিকের সেবাদান জোরদারের ওপর সেমিনার 
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুমিল্লায় জামায়াতের খাবার বিতরণ
১৯৭৪ সালের চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত সিরিয়া
১০