রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই

বাসস
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮
পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ আর নেই। 

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-পরিজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আজ শুক্রবার সকাল ১০টায় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে শহিদ শুক্কুর স্টেডিয়ামে প্রথম নামাজের জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ী চট্টগ্রামের মিরশ্বরাইয়ে নেয়ার কথা রয়েছে। সেখানে তার মায়ের কবরে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

একেএম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালনসহ দীর্ঘদিন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭৯ সালে প্রথম সাপ্তাহিক বনভূমি এবং ১৯৮৩ সালে পার্বত্য চট্টগ্রামের প্রথম প্রকাশিত দৈনিক পত্রিকা দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করেন। ৪২ বছর ধরে তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব ছাড়াও তিনি দৈনিক ইত্তেফাকের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

একেএম মকছুদ আহমেদের মৃত্যুতে রাঙ্গামাটি প্রেসক্লাব, রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন
কাতারে হামলার জন্য নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট ট্রাম্প
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
মার্কিন-ভারত বাণিজ্য আলোচনা অব্যাহত রয়েছে: ট্রাম্প
ধর্ষণের পরে হত্যা দাবি করে মিথ্যা স্ক্রিপ্টেড ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
চীন সফরে যাচ্ছে মার্কিন আইন প্রণেতাদের প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রে আটক কর্মীদের ফিরিয়ে আনতে বিমান পাঠাচ্ছে দ. কোরিয়া
আওয়ামী আমলের ভিডিওকে সাম্প্রতিক বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
আগামী জাতীয় নির্বাচনে নারীরা বেশি ভোট দেবে: আফরোজা খানম
গাইবান্ধার গিদারীকে পরিবেশবান্ধব ইউনিয়ন ঘোষণা 
১০