রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই

বাসস
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮
পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ আর নেই। 

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-পরিজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আজ শুক্রবার সকাল ১০টায় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে শহিদ শুক্কুর স্টেডিয়ামে প্রথম নামাজের জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ী চট্টগ্রামের মিরশ্বরাইয়ে নেয়ার কথা রয়েছে। সেখানে তার মায়ের কবরে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

একেএম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালনসহ দীর্ঘদিন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭৯ সালে প্রথম সাপ্তাহিক বনভূমি এবং ১৯৮৩ সালে পার্বত্য চট্টগ্রামের প্রথম প্রকাশিত দৈনিক পত্রিকা দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করেন। ৪২ বছর ধরে তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব ছাড়াও তিনি দৈনিক ইত্তেফাকের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

একেএম মকছুদ আহমেদের মৃত্যুতে রাঙ্গামাটি প্রেসক্লাব, রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
মিশরে গাজা আলোচনা শুরু হবে সোমবার
খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার স্থানান্তরের আহ্বান ডিএসইর
ধানমন্ডিতে পুলিশের অভিযানে নানা অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার 
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: শিমুল বিশ্বাস
কাল বিসিবি নির্বাচন
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল
ঢাবি উপাচার্যের সঙ্গে আইসেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ
১০