রংপুর, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে জাতির হৃদয়ে এক অবিস্মরণীয় স্পন্দন জাগানো সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা শাখা অমর একুশের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
আজ শুক্রবার সকালে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠের টাউন হল চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন -এর রংপুর মহানগর ও জেলা শাখার নেতারা ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব ডা. জামিল, মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, সদস্য সচিব মো: রহমত আলী, যুগ্ম সদস্য সচিব জুবায়ের হিমন, দপ্তর ও প্রচার সেল সম্পাদক মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, সংগঠক আদনান হোসেন, অনিক হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ৫২ এর ভাষা আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে আজকের বৈষম্যবিরোধী আন্দোলন। এদিন আমাদের মায়ের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সেজন্য আমাদের পূর্ব পুরুষরা বায়ান্নতে সংগ্রাম করেছেন। কোন অন্যায় হলে এই ৫২ আমাদের উজ্জীবিত করে।