রংপুরে ভাষা শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা

বাসস
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৩
রংপুরে ভাষা শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা। ছবি: বাসস

রংপুর, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে জাতির হৃদয়ে এক অবিস্মরণীয় স্পন্দন জাগানো সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা শাখা অমর একুশের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

আজ শুক্রবার সকালে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠের টাউন হল চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন -এর রংপুর মহানগর ও জেলা শাখার নেতারা ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব ডা. জামিল, মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, সদস্য সচিব মো: রহমত আলী, যুগ্ম সদস্য সচিব জুবায়ের হিমন, দপ্তর ও প্রচার সেল সম্পাদক মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, সংগঠক আদনান হোসেন, অনিক হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ৫২ এর ভাষা আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে আজকের বৈষম্যবিরোধী আন্দোলন। এদিন আমাদের মায়ের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সেজন্য আমাদের পূর্ব পুরুষরা বায়ান্নতে সংগ্রাম করেছেন। কোন অন্যায় হলে এই ৫২ আমাদের উজ্জীবিত করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ব্রেভিসের রেকর্ড ইনিংসে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
১০