রংপুরে ভাষা শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা

বাসস
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৩
রংপুরে ভাষা শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা। ছবি: বাসস

রংপুর, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে জাতির হৃদয়ে এক অবিস্মরণীয় স্পন্দন জাগানো সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা শাখা অমর একুশের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

আজ শুক্রবার সকালে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠের টাউন হল চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন -এর রংপুর মহানগর ও জেলা শাখার নেতারা ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব ডা. জামিল, মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, সদস্য সচিব মো: রহমত আলী, যুগ্ম সদস্য সচিব জুবায়ের হিমন, দপ্তর ও প্রচার সেল সম্পাদক মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, সংগঠক আদনান হোসেন, অনিক হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ৫২ এর ভাষা আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে আজকের বৈষম্যবিরোধী আন্দোলন। এদিন আমাদের মায়ের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সেজন্য আমাদের পূর্ব পুরুষরা বায়ান্নতে সংগ্রাম করেছেন। কোন অন্যায় হলে এই ৫২ আমাদের উজ্জীবিত করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
মিশরে গাজা আলোচনা শুরু হবে সোমবার
খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার স্থানান্তরের আহ্বান ডিএসইর
ধানমন্ডিতে পুলিশের অভিযানে নানা অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার 
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: শিমুল বিশ্বাস
কাল বিসিবি নির্বাচন
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল
ঢাবি উপাচার্যের সঙ্গে আইসেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ
১০