ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পার্বত্য চট্টগ্রামের কালজয়ী সাংবাদিক দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ.কে.এম. মকছুদ আহমেদ গতকাল রাত ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা
শোকবার্তায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, অর্ধ শতাব্দীকাল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী সাংবাদিক এ. কে.এম. মকছুদ আহমেদ ছিলেন পার্বত্য চট্টগ্রামের সংবাদ মাধ্যমের এক কালজয়ী পুরুষ। এই মহান ব্যক্তির মৃত্যু পার্বত্যবাসী সংবাদ পিপাসুদের জন্য এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। উপদেষ্টা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।