সিলেটে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

বাসস
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৮ আপডেট: : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০০
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান সিলেটের সর্বস্তরের মানুষ। ছবি: বাসস

সিলেট, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : যথাযথ মর্যাদা ও ভালোবাসায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সিলেটের সর্বস্তরের মানুষ। 

একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। সর্বসাধারণের শ্রদ্ধায় ফুলে-ফুলে শোভিত হয় শহীদ মিনার বেদি।

রাত ১২টা এক মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা পুলিশ সুপার, এসএমপি পুলিশ কমিশনারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবন্দ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এর আগে, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে সিলেটের সড়কে আল্পনা আঁকেন আর্টস কলেজের শিক্ষার্থীরা। রঙতুলির আঁচড়ে বর্ণিল রূপ পায় সিলেট কেন্দ্রীয় শহীদ-মিনার এলাকা। শিল্পীরা জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন আয়োজন। প্রতিবছরের মত এবারও আল্পনা আঁকা হয়েছে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
মিশরে গাজা আলোচনা শুরু হবে সোমবার
খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার স্থানান্তরের আহ্বান ডিএসইর
ধানমন্ডিতে পুলিশের অভিযানে নানা অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার 
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: শিমুল বিশ্বাস
কাল বিসিবি নির্বাচন
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল
ঢাবি উপাচার্যের সঙ্গে আইসেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ
১০