সরকারি নিয়ম মেনে ভবন নির্মাণ করতে হবে : রিহ্যাব প্রেসিডেন্ট

বাসস
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১০
রিহ্যাব এর প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান শুক্রবার কুমিল্লায় কর্ণফুলী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি: বাসস

কুমিল্লা, (দক্ষিণ), ২১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেছেন, ডেভেলপারস ব্যবসায়ীদের অবশ্যই রিহাবের সদস্য হতে হবে। এই ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। 

তিনি বলেন, ‘যত্রতত্রভাবে যেমন ইচ্ছা ভবন নির্মাণ করলে জবাবদিহিতা থাকে না। রিহ্যাবের সদস্যপদ নিয়ে ও সরকারি নিয়ম মেনে ভবন বানাতে হবে।’

রিহ্যাব প্রেসিডেন্ট শুক্রবার কুমিল্লার পাদুয়ার বাজার কর্ণফুলী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভবন নির্মাণে প্ল্যান পাসের জটিলতা নিরসনে স্থাপত্য অধিদপ্তর করার দাবী জানিয়ে তিনি বলেন, ভবন নির্মাণ করতে গেলে প্ল্যান পাসের অনেক জটিলতা রয়েছে। সুনির্দিষ্ট গাইডলাইন বা নিদিষ্ট কোনো দপ্তর না থাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ী বা ব্যক্তি উদ্যোগে ভবন নির্মাণ করতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। 

কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, গোল্ড সিলভার ডেভেলপার লিঃ এর চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমেদ ও কুসিকের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসাইন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ব্যবসায়ী ও আবাসিক সমন্বয়ে ১৭ তলা বিশিষ্ট কর্ণফুলী সৈয়দ আহমেদ শপিংমল নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে কর্ণফুলী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা উপলক্ষ্যে দোকান ও ফ্ল্যাট বুকিং দিলেই পাওয়া যাচ্ছে ২ লাখ টাকা ছাড়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাবের সাফল্য আকাশচুম্বী
শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : শ্রম সচিব
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি
যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম
আইএইএ’র সঙ্গে সহযোগিতা হবে ‘নতুন রূপে’ : ইরান
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
১০