সরকারি নিয়ম মেনে ভবন নির্মাণ করতে হবে : রিহ্যাব প্রেসিডেন্ট

বাসস
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১০
রিহ্যাব এর প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান শুক্রবার কুমিল্লায় কর্ণফুলী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি: বাসস

কুমিল্লা, (দক্ষিণ), ২১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেছেন, ডেভেলপারস ব্যবসায়ীদের অবশ্যই রিহাবের সদস্য হতে হবে। এই ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। 

তিনি বলেন, ‘যত্রতত্রভাবে যেমন ইচ্ছা ভবন নির্মাণ করলে জবাবদিহিতা থাকে না। রিহ্যাবের সদস্যপদ নিয়ে ও সরকারি নিয়ম মেনে ভবন বানাতে হবে।’

রিহ্যাব প্রেসিডেন্ট শুক্রবার কুমিল্লার পাদুয়ার বাজার কর্ণফুলী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভবন নির্মাণে প্ল্যান পাসের জটিলতা নিরসনে স্থাপত্য অধিদপ্তর করার দাবী জানিয়ে তিনি বলেন, ভবন নির্মাণ করতে গেলে প্ল্যান পাসের অনেক জটিলতা রয়েছে। সুনির্দিষ্ট গাইডলাইন বা নিদিষ্ট কোনো দপ্তর না থাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ী বা ব্যক্তি উদ্যোগে ভবন নির্মাণ করতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। 

কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, গোল্ড সিলভার ডেভেলপার লিঃ এর চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমেদ ও কুসিকের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসাইন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ব্যবসায়ী ও আবাসিক সমন্বয়ে ১৭ তলা বিশিষ্ট কর্ণফুলী সৈয়দ আহমেদ শপিংমল নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে কর্ণফুলী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা উপলক্ষ্যে দোকান ও ফ্ল্যাট বুকিং দিলেই পাওয়া যাচ্ছে ২ লাখ টাকা ছাড়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০