কুমিল্লায় চাডিগাঁইয়া সমাজের উদ্যোগে অসহায় পরিবারের নতুন ঘর উদ্বোধন

বাসস
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৪
কুমিল্লায় চাডিগাঁইয়া সমাজের উদ্যোগে বেশকটি অসহায় পরিবারের জন্য নির্মিত নতুন ঘর উদ্বোধন করা হয়েছে। ছবি: বাসস

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): কুমিল্লায় চাডিগাঁইয়া সমাজের উদ্যোগে বেশকটি অসহায় পরিবারের জন্য নির্মিত নতুন ঘর উদ্বোধন করা হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন চাডিগাঁইয়া সমাজের মহাসচিব সাংবাদিক সালাম ফারুক আজ বাসস’কে এ কথা জানান। 

তিনি বলেন, কুমিল্লার লালমাই উপজেলার পালপাড়া ও সদর দক্ষিণ থানার কাশিপুর গ্রামে ঘরগুলো উদ্বোধন করা হয়। সে সময় স্থানীয় মুরুব্বি, অনুদানদাতা ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামান মৈশানের সভাপতিত্বে ও মহাসচিব সালাম ফারুকের সঞ্চালনায় এক উঠোন বৈঠকে বক্তৃতা করেন সমাজসেবী আবুল হাশেম, শহীদুল ইসলাম, মো. জহিরুল আলম, খাজা মঈনুদ্দিন মজুমদার, বিল্লাল হোসেন। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনির চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল চৌধুরী, কল্যাণ সম্পাদক আবদুল হান্নান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আবু আনাস প্রমূখ।

২০২৪ সালে ভয়াবহ বন্যায় ঘরগুলো ভেসে যায়। এ বছর চট্টগ্রামের ফটিকছড়িতেও ঘর সংস্কার করে দেয় সংগঠনটি। এর আগে, ২০২২ সালের বন্যার পর সুনামগঞ্জে ঘর নির্মাণ ও সংস্কার করে দেয় সংগঠনটি। এছাড়া দুর্গম এলাকায় গভীর নলকূপ স্থাপন, শিক্ষা, স্বাস্থ্য, বিবাহসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাও করে আসছে চাডিগাঁইয়া সমাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একশ নারী আসনে সরাসরি নির্বাচন দাবি এনসিপি’র
আর্থনা শীর্ষ সম্মেলনে স্বাগত জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে 
বিরামপুরে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ
রাঙ্গামাটিতে রোপা বোরো ধান কাটার উদ্বোধন
উবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর সাবস্ক্রিপশন কৌশলের অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা 
কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশী চার নারী ক্রীড়াবিদের যোগদান
কুমিল্লায় বাণিজ্যিকভাবে পান চাষ হচ্ছে,দরকার সরকারি সহযোগিতা
তৃতীয় দিনের খেলা শুরু দুপুর ১টায়
নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি ৬ মে
১০