কুমিল্লায় চাডিগাঁইয়া সমাজের উদ্যোগে অসহায় পরিবারের নতুন ঘর উদ্বোধন

বাসস
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৪
কুমিল্লায় চাডিগাঁইয়া সমাজের উদ্যোগে বেশকটি অসহায় পরিবারের জন্য নির্মিত নতুন ঘর উদ্বোধন করা হয়েছে। ছবি: বাসস

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): কুমিল্লায় চাডিগাঁইয়া সমাজের উদ্যোগে বেশকটি অসহায় পরিবারের জন্য নির্মিত নতুন ঘর উদ্বোধন করা হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন চাডিগাঁইয়া সমাজের মহাসচিব সাংবাদিক সালাম ফারুক আজ বাসস’কে এ কথা জানান। 

তিনি বলেন, কুমিল্লার লালমাই উপজেলার পালপাড়া ও সদর দক্ষিণ থানার কাশিপুর গ্রামে ঘরগুলো উদ্বোধন করা হয়। সে সময় স্থানীয় মুরুব্বি, অনুদানদাতা ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামান মৈশানের সভাপতিত্বে ও মহাসচিব সালাম ফারুকের সঞ্চালনায় এক উঠোন বৈঠকে বক্তৃতা করেন সমাজসেবী আবুল হাশেম, শহীদুল ইসলাম, মো. জহিরুল আলম, খাজা মঈনুদ্দিন মজুমদার, বিল্লাল হোসেন। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনির চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল চৌধুরী, কল্যাণ সম্পাদক আবদুল হান্নান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আবু আনাস প্রমূখ।

২০২৪ সালে ভয়াবহ বন্যায় ঘরগুলো ভেসে যায়। এ বছর চট্টগ্রামের ফটিকছড়িতেও ঘর সংস্কার করে দেয় সংগঠনটি। এর আগে, ২০২২ সালের বন্যার পর সুনামগঞ্জে ঘর নির্মাণ ও সংস্কার করে দেয় সংগঠনটি। এছাড়া দুর্গম এলাকায় গভীর নলকূপ স্থাপন, শিক্ষা, স্বাস্থ্য, বিবাহসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাও করে আসছে চাডিগাঁইয়া সমাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০