নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

বাসস
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫০

নরসিংদী, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় মোটর সাইকেলে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। 
শিবপুর জামে মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায় শেষে মোটর সাইকেলে ফেরার পথে বাসের ধাক্কায় এই দুই যুবক নিহত হন।

নিহতরা হলেন-রায়পুরা উপজেলার উত্তরবাখর নগর ইউনিয়নের শিবপুর গ্রামের মো. জুম্মান মিয়ার ছেলে মো. রনি (২৮) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. তাপস (২৯)। তারা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হক জানান, মোটর সাইকেলের দুই আরোহী শিবপুরে জুমার নামাজ শেষে দাওয়াত খেতে মহাসড়ক ধরে নরসিংদীর দিকে যাচ্ছিলেন। পথে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে আসে। বাসটি আটক করা সম্ভব হয়নি। লাশ দু’টি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
কাতারের ওপর ইসরাইলের হামলায় জামায়াতের নিন্দা
নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৭৫১ জন গ্রেফতার
আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক
রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৪ জমা
চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার 
নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের জরুরি যোগাযোগের তথ্য প্রকাশ করেছে দূতাবাস
১০