ঢাবিতে দুই দিনব্যাপী ট্যুরিজম কার্নিভাল শুরু 

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৪
মঙ্গলবার দুই দিনব্যাপী বাংলাদেশ ট্যুরিজম কার্নিভাল উদ্বোধন করেন ঢাবি ভিসি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। ছবি : বাসস

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এই প্রথমবার দুই দিনব্যাপী বাংলাদেশ ট্যুরিজম কার্নিভাল শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি (ডিইউটিএস) আয়োজিত এই ট্যুরিজম কার্নিভালের উদ্বোধন করেন ঢাবি’র উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। 

উপাচার্য কার্নিভালের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানান। দেশের পর্যটন শিল্পের বিকাশে যুবসমাজ কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ডিইউটিএস’র উপদেষ্টা অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ, মাউন্ট এভারেস্ট জয়ী বাবর আলী ও বিশ্ব রেকর্ডধারী সাইক্লিস্ট এবং অভিযাত্রী তাম্মাত বিল খোয়ার উপস্থিত ছিলেন।  

কার্নিভালের প্রথম দিনে ঐতিহ্যবাহী ও বাণিজ্যিক প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের পর্যটন এবং সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়। এ ছাড়া ইকো ট্যুরিজম ও টেকসই পর্যটন নিয়ে সেমিনার এবং টক শো আয়োজন করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০