চট্টগ্রাম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, সৈনিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের আরও ৩৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর ১টা থেকে বুধবার দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতদের অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, ওলামা লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
গ্রেপ্তারকৃতরা হলো- চান্দগাঁও থানার মো. শাহিন (২৭), মো. জব্বার (৫২) ও মো. আরমান উদ্দিন নিশাত (২০), আকবরশাহ থানার ওমর মিয়া (৫৪), জালাল হোসেন আরিফ (১৯) ও মো. পারভেজ (২৮), পতেঙ্গা মডেল থানার ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন (৩৫) ও মো. বেলাল উদ্দিন রনি (৩০), সদরঘাট থানার বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. মুসলিম উদ্দিন (৩৮), হালিশহর থানার মো. জিয়াউল হক রাজু (৪৭) ও ইপিজেড থানার মো. ফোরকান (৪২)। ডবলমুরিং মডেল থানায় গ্রেপ্তার আসামিদের মধ্যে মো. শামিমুল করিম (৩৮), মো. আরিফুল ইসলাম (২৩), জাহিদুল ইসলাম (২৪), মো. জুয়েল (৪৫), মো. সাহাব উদ্দিন (৩৯) ও আবু বক্কর সিদ্দিক ওরফে তারেক (২৩) রয়েছেন, রবিউল হোসেন (২২), মো. রাসেল (২৭), মো. ইলিয়াছ (৪৩), দিদার মিয়া (৪১), মো. আল আমিন (৩০), শাকিল হোসেন (১৯), মো. রাকিব (২০), মো.জাহাঙ্গীর (৩০), মো. হাবিবুর রহমান পলাশ (৩২), সাফায়েত হোসেন (২৭), আজফার কামাল চৌধুরী (৩০), আবু সাঈদ সুমন (৫৯), মো. রাসেল (৩০), শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম (৩৬), নয়ন (২৩), মো. মোজাম্মেল হক (২৬) ও মো. কামাল (৩৫)।
সিএমপি’র গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা আছে।