সুনামগঞ্জে বাজার পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯
আজ বুধবার সুনামগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা কমিটির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

সুনামগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রমজানকে সামনে রেখে জেলার বাজার পরিস্থিতি বিষয়ে ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা কমিটির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়র হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার তাপস ঘোষ, সুনামগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলাা ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, অর্থ সম্পাদক আলাল উদ্দিন, সেরুজ্জামান, ফারুক মিয়া, মুদি দোকানী গৌরাগং দে, মৎস্য বিক্রেতা সমিতির সভাপতি সহিবুর রহমান, মৎস্য ব্যবসায়ী মোক্তার হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাধীনতা কাপ ভলিবলের ফাইনালে বিমান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
গুমসহ মানবতাবিরোধী অপরাধের বিচার সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে: আইন উপদেষ্টা
র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের নাহিদা-শারমিন-রিতুর
উইজডেনের বর্ষসেরা বুমরাহ ও মান্ধানা
স্থানীয়ভাবে গুজব ও অপতথ্য মোকাবিলায় জেলা তথ্য অফিসসমূহকে কাজ করতে হবে: তথ্য উপদেষ্টা 
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
১ মে ঢাকায় ‘বিশাল জনসভা’ করবে বিএনপি
গিলের ব্যাটিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে গুজরাট
গুলশানে ডিএনসিসির রাস্তা ও ফুটপাতের ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ
ছাত্র-শিক্ষকই হলো শিক্ষার মূল অনুষঙ্গ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০