অগ্নিকাণ্ডে সাজেক ভ্যালির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তদন্ত কমিটি

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৯
অগ্নিকাণ্ডে সাজেক ভ্যালির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তদন্ত কমিটি। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন থেকে গঠিত তদন্ত কমিটি। 

আজ বুধবার দুপুরে সাজেক ভ্যালির রুইলুই পাড়ায় ঘটনাস্থল গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পাঁচ সদস্যের এই কমিটি। এ সময় আগুনের সূত্রপাত নিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা।  

পরিদর্শনকালে তদন্ত কমিটির আহ্বায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মোবারক হোসেন, সদস্যসচিব ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারসহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক মো. মোবারক হোসেন বাসসকে বলেন, অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটনের জন্য আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছি। নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আমাদের প্রতিবেদন এবং সুপারিশ প্রদান করবো।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বাসসকে বলেন, সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সব ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয়েছে এবং সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরও কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।

গত সোমবার দুপুরে অগ্নিকাণ্ডে সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটন কেন্দ্রের রিসোর্ট-কটেজ ও বসতঘরসহ শতাধিক স্থাপনা সম্পূর্ণভাবে পুড়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় প্রণোদনার চাল পেয়ে সন্তুষ্ট জেলেরা, নিষেধাজ্ঞা মেনে চলার অঙ্গীকার
প্রেস সচিবের নামে ভুয়া মন্তব্য প্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
ময়মনসিংহে ১৫ লাখ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে
স্পেন দল থেকে ছিটকে গেলেন রড্রি
মুন্সীগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা
ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য বাংলাদেশ নারী দলের
চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েডের টিকাদান উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা
ভোক্তা অধিদপ্তরের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে : মহাপরিচালক
যশোরে স্ত্রী-কন্যা হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস 
১০