জলবায়ু পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বিষয়

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৪

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জলবায়ু পরিবর্তন বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর প্রভাব শুধু পরিবেশেই নয়, মানবজীবনের প্রতিটি দিককে প্রভাবিত করছে।

আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গ্লোবাল সাউথ স্টাডিজ এন্ড রিসার্চ সেন্টার (জিএসএসআরসি)-এর উদ্যোগে উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘নেক্সাস অব ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ওয়াটার’ শীর্ষক একাডেমিক আলোচনায় বক্তারা এ কথা বলেন।

অনুষ্ঠানে পাকিস্তানের ওয়াটার এইড এন্ড আইএম সায়েন্সেস, ক্লাইমেট চেঞ্জ এন্ড ওয়াশ প্রোগ্রামের প্রধান বিজ্ঞানী ড. শাকিল হায়াত জলবায়ু পরিবর্তনের সাথে পানির যোগসূত্র বিষয়ক আলোচনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। গ্লোবাল সাউথ স্টাডিজ এন্ড রিসার্চ সেন্টার (জিএসএসআরসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। 

স্বাগত বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. মো. আনিসুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতাউল গনি।

ড. শাকিল হায়াত তার উপস্থাপনায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানির ধ্বংসাত্মক প্রভাব, যেমন বন্যা, খরা, পানির প্রাপ্যতা সংকট এবং ওয়াশ সেক্টরে এর নেতিবাচক প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন। 

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পানির সংকট, স্বাস্থ্য সমস্যা এবং সামাজিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। 

এই সংকট মোকাবিলায় গবেষণা ও নীতিনির্ধারণে আরও বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগের সাঁড়াশি অভিযান ৬৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার 
ভোলাগঞ্জে পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যু
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ কাল
টিএনজেড ও মাহমুদ গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৪৩তম বিসিএসে ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত নরওয়ের
১০