জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে বেরোবি’র আহত শিক্ষার্থীদের তালিকা হস্তান্তর 

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪০

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ফরম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কর্তৃপক্ষ। 

আজ বুধবার সকালে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে বেরোবির ৩৬ জন আহত শিক্ষার্থীর আর্থিক সহয়তা ফরম হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। 

এ সময় উপাচার্য বলেন, শহীদ আবু সাঈদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করে। এই আন্দোলনে অংশ নিয়ে অনেক শিক্ষার্থী শারীরিকভাবে আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য গুরুত্ব সহকারে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

আর্থিক সহয়তা ফরম গ্রহণের সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রথমবারের মতো যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে সর্বোচ্চ সংখ্যক আহতদের ফরম জমা পড়েছে। বেরোবি’র আহত শিক্ষার্থীদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করা হয়। 

এ সময় বেরোবিতে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের তালিকা, সুচিকিৎসা, আর্থিক সহযোগিতা কমিটির সদস্য সচিব ও মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ. এম. শাহরিয়ার, ছাত্র প্রতিনিধি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. সোহাগ আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেসরকারি অপারেটরের পরিবর্তে এনসিটি পরিচালনার দায়িত্ব নিচ্ছে চট্টগ্রাম বন্দর
রাঙ্গামাটি পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের করোনা শনাক্ত 
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮৬
ছাত্রলীগের হামলার কারণেই সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে পুরোপুরি সম্পৃক্ত হয় : আরিফ সোহেল
২০২৪-২৫ অর্থবছরে অনলাইনে আয়কর রিটার্ন দিয়েছেন ১৭ লাখের বেশি করদাতা
অসচ্ছল বিচারপ্রার্থীদের ২৬৫ কোটি ৭৬ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
আবু সাঈদ শহীদ হওয়ার পর সিদ্ধান্ত নিই, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়’: হাসনাত আবদুল্লাহ
সর্বোচ্চ পরিমাণ তেল পরিশোধনে ইস্টার্ন রিফাইনারির রেকড
রাজশাহীতে ধর্ষণ মামলার আসামী আটক 
১০