জবিতে ‘নেক্সাস অব ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ওয়াটার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘নেক্সাস অব ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ওয়াটার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ২৬ ফ্রেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গ্লোবাল সাউথ স্টাডিজ এন্ড রিসার্চ সেন্টারের (জিএসএসআরসি) উদ্যোগে ‘নেক্সাস অব ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ওয়াটার’ শীর্ষক একাডেমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে এ আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাকিস্তানের ওয়াটার এইড এন্ড আইএমসায়েন্সেস, ক্লাইমেট চেঞ্জ এন্ড ওয়াশ প্রোগ্রামের প্রধান বিজ্ঞানী ড. শাকিল হায়াত জলবায়ু পরিবর্তনের সঙ্গে পানির যোগসূত্র বিষয়ক আলোচনা উপস্থাপন করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। 

তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবকে জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেন, ‘জলবায়ু পরিবর্তন বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর প্রভাব শুধু পরিবেশেই নয়, মানবজীবনের প্রতিটি দিককে প্রভাবিত করছে।’

গ্লোবাল সাউথ স্টাডিজ এন্ড রিসার্চ সেন্টারের (জিএসএসআরসি) পরিচালক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় বিশেষ অতিথি ছিলেন  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। 

স্বাগত বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. মো. আনিসুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতাউল গনি। 

ড. শাকিল হায়াত জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানির ধ্বংসাত্মক প্রভাব, যেমন বন্যা, খরা, পানির প্রাপ্যতা সংকট এবং ওয়াশ সেক্টরে এর নেতিবাচক প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন। 

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে পানির সংকট, স্বাস্থ্য সমস্যা এবং সামাজিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। এই সংকট মোকাবিলায় গবেষণা ও নীতিনির্ধারণে আরও বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন।” এছাড়া তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট দুর্যোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং গ্রিন ক্লাইমেট ফান্ড সংগ্রহে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। 

আলোচনায় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা এবং গবেষণার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০