বাগেরহাট, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় গাছ সুরক্ষায় বন বিভাগ পেরেক অপসারণ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
গতকাল বুধবার সকালে জেলা কালেক্টরেটর চত্ত্বরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. ফকরুল হাসান একটি নারকেল গাছ থেকে পেরেক অপসারণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন।
জেলা প্রশাসন এবং বন বিভাগ গাছ সুরক্ষা পেরেক অপসারণ কর্মসূচি বাস্তবায়ন করে।দিনভর এ কর্মসূচিতে আরও উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম, জেলা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জি এম রফিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিদুর রহমান ও রোবার স্কাউট প্রফেসর বুলবুল আহমেদ প্রমুখ।
বন কর্মকর্তা রফিক জানান, বুধবার থেকে সারা দেশে একযোগে গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি শুরু হয়েছে।চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
জেলা বন বিভাগ, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় সড়ক-মহাসড়কের পাশে থাকা গাছ থেকে পেরেক অপসারণ করা হবে। একই সঙ্গে মানুষ যাতে গাছে পেরেক না মারে সেই জন্য সচেতন করা হচ্ছে।