ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রামের বোয়ালখালীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে মুহাম্মদ হৃদয় (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।
চট্টগ্রামের জিআরপি থানা সুত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বোয়ালখালীর গোমদণ্ডি বুড়িপুকুর পাড় রেললাইন এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হৃদয় কক্সবাজারের মো. ইলিয়াছের ছেলে।
চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সৈকত এক্সপ্রেস গোমদণ্ডি স্টেশন পার হবার সময় ওই যুবক ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এলাকাবাসী দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেডিকেল অফিসার সঞ্জয় সেন তাকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠিয়ে দেন।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।