ইউজিসিতে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৬

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রোগ্রাম ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী মাসে সামাজিক ও আচরণ পরিবর্তন (এসবিসি) বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কোর্স ও ক্যারিকুলাম তৈরির ওপর দুটি কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করবেন।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। সভায় ইউজিসি'র ইন্টারন্যাশনাল কোলাবরেশান বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোছা. জেসমিন পারভীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নুরুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর সৈয়দ তানভীর রহমান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস- এর প্রফেসর ড. সরকার বারবাক কারমাল, ইউনিসেফের এসবিসি প্রোগ্রাম ম্যানেজার মো. বদরুল হাসান, প্রতিনিধি খন্দকার লুৎফুল খালেদসহ ইউজিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রফেসর আনোয়ার হোসেন সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ে প্রকল্প মূল্যায়নে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। উল্লেখ্য, সামাজিক ও আচরণগত পরিবর্তনে ইউনিসেফ ও ইউজিসি’র একটি যৌথ অংশীদারিত্ব কর্মসূচি চলমান রয়েছে।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আচরণ বিজ্ঞান বিষয়ে গবেষণা পরিচালনাসহ সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে ফেলোশিপ, স্বল্প মেয়াদি কোর্স চালু, নীতিমালা ও পাঠ্যক্রম প্রণয়ন, প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন এ কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে। 

এ ছাড়া, শিশু ও মায়েদের স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ বিষয়ক কার্যক্রমও এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় প্রবাসীর স্ত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার
ট্যানারি শিল্প নগরীতে বিসিক প্রকল্প পিপিপি মডেলের অধীনে বাস্তবায়ন না করার সিদ্ধান্ত
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে পূণ্যানুষ্ঠান 
ভয়ের সংস্কৃতি আমরা গড়ে উঠতে দেবো না: নাহিদ
হবিগঞ্জে ভুয়া ডাক্তারকে কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক : পার্বত্য উপদেষ্টা
রাঙ্গামাটির রাজস্থলীতে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত 
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানের প্রধান অতিথি খালেদা জিয়া
৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষা ১৮ জুলাই
মহেশপুর বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে তাল গাছ রোপণ
১০