নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাবি ভূগোল ও পরিবেশ বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাসস
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৩
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাবি ভূগোল ও পরিবেশ বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। ছবি: বাসস

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

এতে আরও জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকালে কেন্দ্রীয় খেলার মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

আয়োজক কমিটির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন খান অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক মহাম্মদ সফি উল্যাহ।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাইদের সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে। 

এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে অ্যালামনাইদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালনের জন্য ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে সুস্থ পরিবেশ দরকার। সুস্থ পরিবেশ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০