বি এ এফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী 

বাসস
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৪
বৃহস্পতিবার তেজগাঁওয়ে বি এ এফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের (সেমস্) বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।ছবি: বাসস

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বি এ এফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের (সেমস্) বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার তেজগাঁওয়ে বি এ এফ শাহীন হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জুন-২০২৪ ক্যামব্রিজ ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় বি এ এফ সেমস্-এর শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করেন। ‘ও’ লেভেলের ম্যাথ-ডি বিষয়ে তিনজন শিক্ষার্থী ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অর্জন করেছেন, একইভাবে ‘এ’ লেভেল ম্যাথ-এ তিনজন শিক্ষার্থী এই গৌরব অর্জন করেছেন। শিক্ষার্থীদের এই অসাধারণ কৃতিত্বের জন্য গণিত বিভাগের শিক্ষকদের দায়িত্বশীলতা ও প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

পরবর্তীতে ফারজিনা ফাতিমা খান জুনিয়র গ্রুপে ‘সেরা শিক্ষার্থী ২০২৪-২৫’  এবং নূর-ই-নাজিহা সিনিয়র গ্রুপে ‘সেরা শিক্ষার্থী ২০২৪-২৫’ পুরস্কারে ভূষিত হন। কলেজের প্রতি অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ নুরুজ্জামান, মোহাম্মদ আমজাদ হোসেন এবং এম. মোফাজ্জল হোসেনকে যথাক্রমে স্কুল, কলেজ এবং বিশেষ বিভাগে ‘সেরা শিক্ষক ২০২৪-২৫’ পুরস্কারে সম্মানিত করা হয়। 

প্রধান অতিথি শিক্ষার্থীদের এই অনবদ্য সাফল্যের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে বি এ এফ সেমস্ ভবিষ্যতেও এই সাফল্যের ধারা বজায় রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমানবাহিনী ঘাঁটি বাশার-এর এয়ার অধিনায়ক ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার।

অনুষ্ঠানের শুরুতে বি এ এফ সেমস্-এর অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ স্বাগত বক্তব্য রাখেন, এতে তিনি কলেজের শিক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরেন।

বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপিত হয়, যার মধ্যে গান, আবৃত্তি, নৃত্য এবং নাটক উল্লেখযোগ্য। অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে উন্নত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন ড. সালেহউদ্দিন
ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন কাল
ইউক্রেনের সরকারি কার্যালয়ে প্রথমবারের মতো রাশিয়ার হামলা
পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ
তারেক রহমানের দেশে ফেরা হবে এক অবিস্মরণীয়, ঐতিহাসিক ঘটনা : সালাহউদ্দিন আহমেদ
বদরুদ্দীন উমরের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
ডাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্ক
ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না : প্রেস সচিব
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
১০