বি এ এফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী 

বাসস
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৪
বৃহস্পতিবার তেজগাঁওয়ে বি এ এফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের (সেমস্) বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।ছবি: বাসস

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বি এ এফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের (সেমস্) বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার তেজগাঁওয়ে বি এ এফ শাহীন হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জুন-২০২৪ ক্যামব্রিজ ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় বি এ এফ সেমস্-এর শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করেন। ‘ও’ লেভেলের ম্যাথ-ডি বিষয়ে তিনজন শিক্ষার্থী ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অর্জন করেছেন, একইভাবে ‘এ’ লেভেল ম্যাথ-এ তিনজন শিক্ষার্থী এই গৌরব অর্জন করেছেন। শিক্ষার্থীদের এই অসাধারণ কৃতিত্বের জন্য গণিত বিভাগের শিক্ষকদের দায়িত্বশীলতা ও প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

পরবর্তীতে ফারজিনা ফাতিমা খান জুনিয়র গ্রুপে ‘সেরা শিক্ষার্থী ২০২৪-২৫’  এবং নূর-ই-নাজিহা সিনিয়র গ্রুপে ‘সেরা শিক্ষার্থী ২০২৪-২৫’ পুরস্কারে ভূষিত হন। কলেজের প্রতি অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ নুরুজ্জামান, মোহাম্মদ আমজাদ হোসেন এবং এম. মোফাজ্জল হোসেনকে যথাক্রমে স্কুল, কলেজ এবং বিশেষ বিভাগে ‘সেরা শিক্ষক ২০২৪-২৫’ পুরস্কারে সম্মানিত করা হয়। 

প্রধান অতিথি শিক্ষার্থীদের এই অনবদ্য সাফল্যের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে বি এ এফ সেমস্ ভবিষ্যতেও এই সাফল্যের ধারা বজায় রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমানবাহিনী ঘাঁটি বাশার-এর এয়ার অধিনায়ক ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার।

অনুষ্ঠানের শুরুতে বি এ এফ সেমস্-এর অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ স্বাগত বক্তব্য রাখেন, এতে তিনি কলেজের শিক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরেন।

বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপিত হয়, যার মধ্যে গান, আবৃত্তি, নৃত্য এবং নাটক উল্লেখযোগ্য। অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইরাক বিমানবন্দরে রকেট হামলায় আহত ২
পুলিশের কনস্টেবল পদে ৮ হাজার নিয়োগ, আবেদন শুরু আজ
৭ জুলাই হোয়াইট হাউসে যাবেন নেতানিয়াহু: মার্কিন কর্মকর্তা
মানুষ এখনো ভোটের অধিকার ফিরে পায়নি : অমিত
জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার
হোলি আর্টিজান হামলার ৯ বছর: স্মৃতিতে রক্তাক্ত গুলশান 
ঢাকায় পাঁচ দিনব্যাপী পাহাড়ি ফল উৎসব ও মেলা  শুরু হচ্ছে আজ
ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক চাপায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার
মেক্সিকোর উপকূলে ঘূর্ণিঝড় ফ্লসি শক্তিশালী হয়ে হারিকেনে পরিণত 
আর্জেন্টিনার তেল কোম্পানির শেয়ার বিক্রির নির্দেশ মার্কিন বিচারকের
১০