বেরোবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০০
শুক্রবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ছবি: বাসস

রংপুর, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো সারাদেশের ৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। 

সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১২টা পর্যন্ত রংপুর অঞ্চলের ২টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  বেরোবি কেন্দ্রে ২ হাজার ৯২৫ এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে ১ হাজার ৬৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুই কেন্দ্রে  মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৯০ দশমিক ১৪ শতাংশ।

বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৭৫৬ এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে ২ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুই কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৮৪ দশমিক৮১ শতাংশ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি জানান, শাহজালাল বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো বেরোবি কেন্দ্রে অনুষ্ঠিত হলো। রংপুরসহ সমগ্র উত্তর অঞ্চলের পরীক্ষার্থীরা বেরোবিতে পরীক্ষা দিতে পারায় তাদের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে। 

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন  হওয়ায় সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইরাক বিমানবন্দরে রকেট হামলায় আহত ২
পুলিশের কনস্টেবল পদে ৮ হাজার নিয়োগ, আবেদন শুরু আজ
৭ জুলাই হোয়াইট হাউসে যাবেন নেতানিয়াহু: মার্কিন কর্মকর্তা
মানুষ এখনো ভোটের অধিকার ফিরে পায়নি : অমিত
জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার
হোলি আর্টিজান হামলার ৯ বছর: স্মৃতিতে রক্তাক্ত গুলশান 
ঢাকায় পাঁচ দিনব্যাপী পাহাড়ি ফল উৎসব ও মেলা  শুরু হচ্ছে আজ
ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক চাপায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার
মেক্সিকোর উপকূলে ঘূর্ণিঝড় ফ্লসি শক্তিশালী হয়ে হারিকেনে পরিণত 
আর্জেন্টিনার তেল কোম্পানির শেয়ার বিক্রির নির্দেশ মার্কিন বিচারকের
১০