বেরোবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০০
শুক্রবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ছবি: বাসস

রংপুর, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো সারাদেশের ৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। 

সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১২টা পর্যন্ত রংপুর অঞ্চলের ২টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  বেরোবি কেন্দ্রে ২ হাজার ৯২৫ এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে ১ হাজার ৬৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুই কেন্দ্রে  মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৯০ দশমিক ১৪ শতাংশ।

বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৭৫৬ এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে ২ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুই কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৮৪ দশমিক৮১ শতাংশ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি জানান, শাহজালাল বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো বেরোবি কেন্দ্রে অনুষ্ঠিত হলো। রংপুরসহ সমগ্র উত্তর অঞ্চলের পরীক্ষার্থীরা বেরোবিতে পরীক্ষা দিতে পারায় তাদের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে। 

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন  হওয়ায় সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে উন্নত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন ড. সালেহউদ্দিন
ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন কাল
ইউক্রেনের সরকারি কার্যালয়ে প্রথমবারের মতো রাশিয়ার হামলা
পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ
তারেক রহমানের দেশে ফেরা হবে এক অবিস্মরণীয়, ঐতিহাসিক ঘটনা : সালাহউদ্দিন আহমেদ
বদরুদ্দীন উমরের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
ডাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্ক
ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না : প্রেস সচিব
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
১০