চট্টগ্রামে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৬ নেতাকর্মী গ্রেফতার

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৬:২৩

চট্টগ্রাম, ১ মার্চ, ২০২৫ (বাসস) : অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ৩৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। 

শনিবার সিএমপি’র জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার দিবাগত রাত ১২টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, ওলামা লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।  

গ্রেফতারকৃতরা হলেন- ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজম (৬০), নুর উদ্দিন (৩০), মোহাম্মদ হোসেন (২৫), মো. মাসুদ চৌধুরী (৩৭), মো. রাকিব মৃধা (২০), বিষ্ণু নাথ (২৪), তোরাফ ফকির (৩৪), মো. তসলিম (২৩), মো. হাসান (২০), বাংলাদেশ আওয়ামী যুবলীগ চরলক্ষ্যা ইউনিয়নের সংগঠক মোহাম্মদ মহসিন (৩৬), মোহাম্মদ নাজিম উদ্দিন (৫৬), মো. নুরে আলম প্রকাশ নুরু (২৫), রবি (১৮), মো. নাহিদ (১৯), মো. মুন্না আমিন (৩১), আয়েশা বেগম (৩২), আনোয়ার সাদেক (২৬), মো. সুমন (২৫), আইমান জাওয়াদ নাবিল (১৮), মো. রবিউল প্রকাশ মালু প্রকাশ মাইল্লা (৩৫), মো. লোকমান (৬৬), মোহাম্মদ জামিল হোসেন (১৮), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্য্য (২৭), মো. আনোয়ার (২২), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাকিব (৩০), মো. ইমরান কাজী (২০), মো. সোহেল (৩১), মো. শহীদুল ইসলাম (৩০), রবিউল হোসেন (৩০), মো. সুজন (৩০), মো. জুয়েল (৩০), সৈয়দ আলম (২৬), সেলিনা আক্তার (২৪), হামিদা বেগম (৪০), মো. রাসেল (৪০) ও মো. লিয়াকত আলী (২৫)।

সিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা আছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০