পবিপ্রবি’তে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কালচারাল নাইট

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৭:১৭
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কালচারাল নাইট পালিত। ছবি: বাসস

পটুয়াখালী, ১ মার্চ, ২০২৫ (বাসস) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উদ্যোগে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কালচারাল নাইট পালিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জের  বহিস্থ ক্যাম্পাসে বিকেল থেকে রাত অবধি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য অনুষ্ঠানসমূহ ছিল যথাক্রমে কেক কাটা, ফটোসেশন ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর পক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়  প্রোভোস্ট  কাউন্সিলের কনভেনার  প্রফেসর ড. মোহাম্মদ মাসুদুর রহমান, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ মামুন উর রশিদ এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  এএনএসভিএম অনুষদের প্রফেসর ডক্টর আলি আজগর, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রোভোস্ট  প্রফেসর ড. মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী প্রক্টর মোহাম্মদ আনোয়ার জাহিদ ও সহকারী হল প্রোভোস্ট এস এম হানিফ।

অতিথিবৃন্দ ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের এ ধরনের সুন্দর আয়োজন এর ব্যাপক প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এই অনুষ্ঠান আয়োজনে বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে সহায়তা করা হবে বলে আশ্বস্ত করেন।

ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরা প্রথমবারের মতো এ ধরনের একটি আয়োজন অত্র বিশ্ববিদ্যালয় করতে পেরে অনেক আনন্দিত বলে জানান এবং উক্ত আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতার প্রশংসা করেন।

ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরা জানান যে, তারা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গর্বিত ভবিষ্যতের তারা আরো অধিক পরিমাণ বিদেশি শিক্ষার্থীকে এ বিশ্ববিদ্যালয় অধ্যায়নে উৎসাহিত করবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে তাদের সকল ধরনের সহযোগিতা করা হবে বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগের সাঁড়াশি অভিযান ৬৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার 
ভোলাগঞ্জে পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যু
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ কাল
টিএনজেড ও মাহমুদ গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৪৩তম বিসিএসে ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত নরওয়ের
১০