চট্টগ্রামে পরিকল্পিত ‘মব’ তৈরি করে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ২

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৭:৫১
পরিকল্পিত ‘মব’ তৈরি করে চট্টগ্রাম নগরীর চেকপোস্টে দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত দুই যুবককে আটক। ছবি: বাসস

চট্টগ্রাম, ১ মার্চ, ২০২৫ (বাসস) : পরিকল্পিত ‘মব’ তৈরি করে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত দুই যুবককে আটক করা হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাতে দায়িত্বরত পুলিশের এক উপ-পরিদর্শক দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। এসময় পরিকল্পিত ‘মব’ তৈরির মাধ্যমে ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করে তার কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পরে টহলরত পুলিশ আশপাশের লোকজনের সহযোগিতায় পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করেন এবং এ ঘটনায় জড়িত দুই যুবককে আটক করে। উদ্ধার করা হয় একটি চাকু ও মোটরসাইকেল।

আজ শনিবার (১ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তাররা হলেন-সাইমন (২৭) ও আলী ইমাদ প্রকাশ তাফসির ইমাদ (২২)। আর হামলার শিকার পুলিশ কর্মকর্তা হলেন পতেঙ্গা থানার উপ-পরিদর্শক ইউসুফ আলী।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলার শিকার পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য শোর-চিৎকার করলে হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ বলে মব সৃষ্টি করে এবং দুষ্কৃতিকারীদের ঘটনাস্থলে জড়ো করে। 

পরে খবর পেয়ে সী-বিচ এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে উপ-পরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করেন। একই সঙ্গে উত্তেজিত জনতা মব সৃষ্টিকারী দুইজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। 

এসময় ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। পাশাপাশি ওই দুই যুবকের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও মোটর সাইকেল জব্দ করা হয়। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম জানান, এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও অংশগ্রহণকারী ২২ জন গ্রেফতার 
বাংলামোটরে ককটেল বিস্ফোরণ : ছাত্রলীগ কর্মীসহ দুজন কারাগারে
ছাত্রদের প্রাইভেট কোচিং বর্জন করে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান হেলালের 
তিস্তা উন্নয়ন ও কর্মসংস্থানের অঙ্গীকার তাসভিরুল ইসলামের
নাশকতা সৃষ্টির লক্ষ্যে বাসে আগুন দিচ্ছে অগ্নি সন্ত্রাসীরা 
আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার চান আবেদনকারীরা
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৫
ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করল পাকিস্তানি তালেবান
ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না : বাণিজ্য উপদেষ্টা
ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে 
১০