চট্টগ্রামে পরিকল্পিত ‘মব’ তৈরি করে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ২

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৭:৫১
পরিকল্পিত ‘মব’ তৈরি করে চট্টগ্রাম নগরীর চেকপোস্টে দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত দুই যুবককে আটক। ছবি: বাসস

চট্টগ্রাম, ১ মার্চ, ২০২৫ (বাসস) : পরিকল্পিত ‘মব’ তৈরি করে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত দুই যুবককে আটক করা হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাতে দায়িত্বরত পুলিশের এক উপ-পরিদর্শক দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। এসময় পরিকল্পিত ‘মব’ তৈরির মাধ্যমে ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করে তার কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পরে টহলরত পুলিশ আশপাশের লোকজনের সহযোগিতায় পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করেন এবং এ ঘটনায় জড়িত দুই যুবককে আটক করে। উদ্ধার করা হয় একটি চাকু ও মোটরসাইকেল।

আজ শনিবার (১ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তাররা হলেন-সাইমন (২৭) ও আলী ইমাদ প্রকাশ তাফসির ইমাদ (২২)। আর হামলার শিকার পুলিশ কর্মকর্তা হলেন পতেঙ্গা থানার উপ-পরিদর্শক ইউসুফ আলী।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলার শিকার পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য শোর-চিৎকার করলে হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ বলে মব সৃষ্টি করে এবং দুষ্কৃতিকারীদের ঘটনাস্থলে জড়ো করে। 

পরে খবর পেয়ে সী-বিচ এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে উপ-পরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করেন। একই সঙ্গে উত্তেজিত জনতা মব সৃষ্টিকারী দুইজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। 

এসময় ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। পাশাপাশি ওই দুই যুবকের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও মোটর সাইকেল জব্দ করা হয়। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম জানান, এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনের সরকারি কার্যালয়ে প্রথমবারের মতো রাশিয়ার হামলা
পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ
তারেক রহমানের দেশে ফেরা হবে এক অবিস্মরণীয়, ঐতিহাসিক ঘটনা : সালাহউদ্দিন আহমেদ
বদরুদ্দীন উমরের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
ডাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্ক
ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না : প্রেস সচিব
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে সিরাজগঞ্জ পৌরসভা
ইতালি পাচারকালে টাওয়ালে লুকানো ৭ কেজি কিটামিন জব্দ করেছে ডিএনসি
১০