আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বেড়িবাঁধে ভাঙন

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৭:৫০
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ছবি : বাসস

সাতক্ষীরা, ১মার্চ, ২০২৫ (বাসস) : জেলার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বেড়িবাঁধ এর প্রায় ৪০০ ফুট ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে কাঁচা বাজার, আল আকসা জামে মসজিদ ও গোয়ালডাঙ্গা বাজারসহ আশেপাশের এলাকা। ভাঙন আতঙ্ক বিরাজ করছে বড়দল ও খাজরা ইউনিয়নের লাখলাখ মানুষের মধ্যে।

জানা যায়, গতবছর মরা মরিচ্চাপ নদী খননের পর বছর যেতে না যেতেই দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্ন। এ মুহূর্তে ভাঙ্ন না আটকানো নাগেলে  বড়দল ও খাজরা ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমির বোরো ধান ও শত শত বিঘা জমির ক্ষেতের তরমুজসহ বহু মৎস্যঘের লোনা পানিতে প্লাবিত হওয়ার আশংকা বিরাজ করছে।

গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকদের নিয়ে উপজেলার উর্ধ্বতন কর্মকর্তাদের ফোনে বিষয়টি জানানোর পর আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন খুবই দুঃখজনক। এ বেড়িবাঁধের কাজ যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে বড়দল ও খাজরা ইউনিয়ন পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি তিনি কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ঠ দপ্তরের সঙ্গে কথা বলে জরুরিভাবে বাঁধ সংস্কারের কাজ শুরু করার চেষ্টার আশ্বাস দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের  সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ছুটিতে থাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনকে দ্রুত পাঠানোর ব্যবস্থা করছি। দ্রুত বেড়িবাঁধ সংস্কার কাজের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাহী প্রকৌশলী ঢাকায় রয়েছেন। রেববার সকালে তিনি সাতক্ষীরায় ফিরে আসবেন। আসার পর তার নির্দেশনা অনুযায়ী আমরা বেড়িবাঁধ সংস্কারের ব্যবস্থা করব।

এদিকে, স্থানীয় এলাকাবাসী এব্যাপারে জেলা প্রশাসক ও পাউবোর নির্বাহী প্রকৌশলীকে জরুরিভাবে বাঁধ সংস্কারের পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও অংশগ্রহণকারী ২২ জন গ্রেফতার 
বাংলামোটরে ককটেল বিস্ফোরণ : ছাত্রলীগ কর্মীসহ দুজন কারাগারে
ছাত্রদের প্রাইভেট কোচিং বর্জন করে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান হেলালের 
তিস্তা উন্নয়ন ও কর্মসংস্থানের অঙ্গীকার তাসভিরুল ইসলামের
নাশকতা সৃষ্টির লক্ষ্যে বাসে আগুন দিচ্ছে অগ্নি সন্ত্রাসীরা 
আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার চান আবেদনকারীরা
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৫
ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করল পাকিস্তানি তালেবান
ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না : বাণিজ্য উপদেষ্টা
ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে 
১০