মাগুরায় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৮:০৭
তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

মাগুরা, ১ মার্চ ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়-এর উদ্যোগে মাগুরা সদর উপজেলার মীরপাড়া, পারনান্দুয়ালী ও ভায়না মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এসময় জেলা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা মো. আলমগীর হোসেন -সহ মাগুরা জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে পারনান্দুয়ালী এলাকার মেসার্স নিউ হাসান স্টোরে বিক্রিত অননুমোদিত এবং মেয়াদ-মূল্য উল্লেখবিহীন অস্বাস্থ্যকর শিশুখাদ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. ওহিদুল ইসলামকে তিনহাজার টাকা জরিমানা করা হয়।

ভায়না মোড় এলাকায় মেসার্স রাতুল ফল ভান্ডারের মালিক মনজুর আলমকে ফল ও খেজুরের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে দশহাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মেসার্স রাসেল ফল ভান্ডারের মালিক মো. ফয়সাল ইসলামকে মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে দুইহাজার টাকা জরিমানা করা হয়।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনের সরকারি কার্যালয়ে প্রথমবারের মতো রাশিয়ার হামলা
পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ
তারেক রহমানের দেশে ফেরা হবে এক অবিস্মরণীয়, ঐতিহাসিক ঘটনা : সালাহউদ্দিন আহমেদ
বদরুদ্দীন উমরের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
ডাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্ক
ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না : প্রেস সচিব
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে সিরাজগঞ্জ পৌরসভা
ইতালি পাচারকালে টাওয়ালে লুকানো ৭ কেজি কিটামিন জব্দ করেছে ডিএনসি
১০