মাগুরায় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৮:০৭
তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

মাগুরা, ১ মার্চ ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়-এর উদ্যোগে মাগুরা সদর উপজেলার মীরপাড়া, পারনান্দুয়ালী ও ভায়না মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এসময় জেলা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা মো. আলমগীর হোসেন -সহ মাগুরা জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে পারনান্দুয়ালী এলাকার মেসার্স নিউ হাসান স্টোরে বিক্রিত অননুমোদিত এবং মেয়াদ-মূল্য উল্লেখবিহীন অস্বাস্থ্যকর শিশুখাদ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. ওহিদুল ইসলামকে তিনহাজার টাকা জরিমানা করা হয়।

ভায়না মোড় এলাকায় মেসার্স রাতুল ফল ভান্ডারের মালিক মনজুর আলমকে ফল ও খেজুরের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে দশহাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মেসার্স রাসেল ফল ভান্ডারের মালিক মো. ফয়সাল ইসলামকে মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে দুইহাজার টাকা জরিমানা করা হয়।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০