মাগুরায় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৮:০৭
তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

মাগুরা, ১ মার্চ ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়-এর উদ্যোগে মাগুরা সদর উপজেলার মীরপাড়া, পারনান্দুয়ালী ও ভায়না মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এসময় জেলা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা মো. আলমগীর হোসেন -সহ মাগুরা জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে পারনান্দুয়ালী এলাকার মেসার্স নিউ হাসান স্টোরে বিক্রিত অননুমোদিত এবং মেয়াদ-মূল্য উল্লেখবিহীন অস্বাস্থ্যকর শিশুখাদ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. ওহিদুল ইসলামকে তিনহাজার টাকা জরিমানা করা হয়।

ভায়না মোড় এলাকায় মেসার্স রাতুল ফল ভান্ডারের মালিক মনজুর আলমকে ফল ও খেজুরের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে দশহাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মেসার্স রাসেল ফল ভান্ডারের মালিক মো. ফয়সাল ইসলামকে মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে দুইহাজার টাকা জরিমানা করা হয়।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান অধ্যাপক ইউনূস
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
১০