মাগুরায় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৮:০৭
তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

মাগুরা, ১ মার্চ ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়-এর উদ্যোগে মাগুরা সদর উপজেলার মীরপাড়া, পারনান্দুয়ালী ও ভায়না মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এসময় জেলা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা মো. আলমগীর হোসেন -সহ মাগুরা জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে পারনান্দুয়ালী এলাকার মেসার্স নিউ হাসান স্টোরে বিক্রিত অননুমোদিত এবং মেয়াদ-মূল্য উল্লেখবিহীন অস্বাস্থ্যকর শিশুখাদ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. ওহিদুল ইসলামকে তিনহাজার টাকা জরিমানা করা হয়।

ভায়না মোড় এলাকায় মেসার্স রাতুল ফল ভান্ডারের মালিক মনজুর আলমকে ফল ও খেজুরের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে দশহাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মেসার্স রাসেল ফল ভান্ডারের মালিক মো. ফয়সাল ইসলামকে মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে দুইহাজার টাকা জরিমানা করা হয়।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও অংশগ্রহণকারী ২২ জন গ্রেফতার 
বাংলামোটরে ককটেল বিস্ফোরণ : ছাত্রলীগ কর্মীসহ দুজন কারাগারে
ছাত্রদের প্রাইভেট কোচিং বর্জন করে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান হেলালের 
তিস্তা উন্নয়ন ও কর্মসংস্থানের অঙ্গীকার তাসভিরুল ইসলামের
নাশকতা সৃষ্টির লক্ষ্যে বাসে আগুন দিচ্ছে অগ্নি সন্ত্রাসীরা 
আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার চান আবেদনকারীরা
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৫
ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করল পাকিস্তানি তালেবান
ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না : বাণিজ্য উপদেষ্টা
ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে 
১০