নওগাঁয় ৪ ডাকাত গ্রেফতার

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৮:১৮
শুক্রবার নওগাঁয় ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: বাসস

নওগাঁ, ১ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় পৃথক অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টায় পুলিশের একটি বিশেষ দল এ অভিযান চালিয়ে গ্রেফতার করে অভিযুক্তদের। তাদের চারজনকে ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১২টায় নওগাঁ পুলিশ সুপার তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আটকরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকার আহসান রাজ (২২), নিয়ামতপুর উপজেলার পরানপুর গ্রামের বিকালশ পাহান (১৭), একই উপজেলার দামপুরা গ্রামের জয় কুমার (১৬) এবং নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের আসলাম হোসেন (৬০)।

পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারওয়ার জানান, ২৪ ফেব্রুয়ারি রাতে নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ বাজারের কাছে স্বর্ণ ব্যবসায়ী নান্টু কুমারকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ডাকাতরা । এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আত্রাই থানায় মামলা করলে পুলিশ তদন্তে নামে।

তিনি আরো জানান, তদন্তের এক পর্যায়ে শুক্রবার রাতে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকা থেকে আহসান রাজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলা রয়েছে। এছাড়া ২০২৪ সালের ৯ অক্টোবর নওগাঁর সাপাহার উপজেলার মাইপুর খাড়ী এলাকায় গরু ব্যবসায়ীদের মারধর করে তাঁদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে নেমে বিকাশ পাহান ও জয় কুমার নামে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসলাম হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও চুরির অভিযোগে মোট ৬টি মামলা রয়েছে।

অপরদিকে, নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকা থেকে আসলাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও চুরির ৬টি মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাঁদের আদালতে হাজির করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনের সরকারি কার্যালয়ে প্রথমবারের মতো রাশিয়ার হামলা
পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ
তারেক রহমানের দেশে ফেরা হবে এক অবিস্মরণীয়, ঐতিহাসিক ঘটনা : সালাহউদ্দিন আহমেদ
বদরুদ্দীন উমরের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
ডাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্ক
ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না : প্রেস সচিব
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে সিরাজগঞ্জ পৌরসভা
ইতালি পাচারকালে টাওয়ালে লুকানো ৭ কেজি কিটামিন জব্দ করেছে ডিএনসি
১০