সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৯:৫২
সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ১ মার্চ, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার দুই উপজেলার সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, ঘোনা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিব অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোষপাড়া নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঘোনা বিওপি বিশেষ আভিযানিক দল নারানজেল নামক স্থান হতে ৪২ হাজার ৩২১ টাকা মূল্যের ভারতীয় কম্বল ও প্রসাধনী সামগ্রী, কালিয়ানী বিওপি বিশেষ আভিযানিক দল কালিয়ানী আমবাগান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপি বিশেষ আভিযানিক দল কামার বাড়ি নামক স্থান হতে ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি জব্দ করেন। এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল ছবেদার মোড় ও গেড়াখালি নামক স্থান হতে ৪ লাখ ১০হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুধ এবং মাদরা বিওপি বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী আমবাগান নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেন।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৭ লাখ ৩৭ হাজার ৩২১ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে এসময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করা যায়নি।সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০