চাঁদপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ২০:০৫
পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু। ছবি : বাসস

চাঁদপুর,১ মার্চ ,২০২৫( বাসস) : জেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টায়  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করে।

মৃত শিশুরা হলো-সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদী গ্রামের মাইমুনা (৩), বাগাদী ইউনিয়নের সকদী এলাকার মিরাজ (দেড় বছর) ও হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের জুনায়েদ হোসেন (২)।

মাইমুনার ও জুনায়েদের স্বজনরা জানান, পরিবারের লোকজন পারিবারিক রান্না-বান্নার কাজে ব্যস্ত ছিল। ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে তাদের খোঁজ মিলছে না। পরে পুকুরে তাদের ভেসে উঠতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

মিরাজের পরিবার জানায়, সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে সবার অগোচরে পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভেসে উঠলে তাকেও হাসপাতালে নেয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিনজন শিশুকেই হাসপাতালে মৃত আনা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাহার মিয়া জানান, সদর হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে সদর উপজেলায় দুইজন ও হাজীগঞ্জ উপজেলার  একজনসহ পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। এ বিষয় থানায় অপমৃত্যুর মামলা রজু করা হবে।

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও অংশগ্রহণকারী ২২ জন গ্রেফতার 
বাংলামোটরে ককটেল বিস্ফোরণ : ছাত্রলীগ কর্মীসহ দুজন কারাগারে
ছাত্রদের প্রাইভেট কোচিং বর্জন করে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান হেলালের 
তিস্তা উন্নয়ন ও কর্মসংস্থানের অঙ্গীকার তাসভিরুল ইসলামের
নাশকতা সৃষ্টির লক্ষ্যে বাসে আগুন দিচ্ছে অগ্নি সন্ত্রাসীরা 
আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার চান আবেদনকারীরা
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৫
ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করল পাকিস্তানি তালেবান
ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না : বাণিজ্য উপদেষ্টা
ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে 
১০