লক্ষ্মীপুরে তারাবি নামাজ পড়া অবস্থায় স্কুল শিক্ষকের মৃত্যু

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১১:১৬
লক্ষ্মীপুরে তারাবি নামাজ পড়া অবস্থায় স্কুল শিক্ষকের মৃত্যু। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় তারাবি নামাজ পড়া অবস্থায় শরীফ হোসেন (৪৫) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে জেলা স্টেডিয়াম এলাকার ভূঁইয়া বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। রাত ১২ টার দিকে তার বড় ছেলে আহনাফ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শরীফ হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে। তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামি একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। স্ত্রী-সন্তানসহ তিনি স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মৃতের ছেলে আহনাফ শাহরিয়ার বলেন, আব্বু সুস্থ ছিলেন। প্রতিদিনের মতো তিনি মসজিদে নামাজ পড়তে যান। সেখানে তিনি তারাবি নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

স্টেডিয়াম এলাকার ব্যবসায়ী ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্ট্রিক ওর্নাস এসোসিয়েশনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মেহেরুল হাসান রাজু বলেন, শরীফ হোসেন ভালো  ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তবে মৃত শরীফ হোসেন অনেক ভালো মানুষ ছিলেন বলে স্থানীয়রা জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও অংশগ্রহণকারী ২২ জন গ্রেফতার 
বাংলামোটরে ককটেল বিস্ফোরণ : ছাত্রলীগ কর্মীসহ দুজন কারাগারে
ছাত্রদের প্রাইভেট কোচিং বর্জন করে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান হেলালের 
তিস্তা উন্নয়ন ও কর্মসংস্থানের অঙ্গীকার তাসভিরুল ইসলামের
নাশকতা সৃষ্টির লক্ষ্যে বাসে আগুন দিচ্ছে অগ্নি সন্ত্রাসীরা 
আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার চান আবেদনকারীরা
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৫
ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করল পাকিস্তানি তালেবান
ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না : বাণিজ্য উপদেষ্টা
ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে 
১০