রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের অভিযান

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৪:৩৭
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের অভিযান। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২ মার্চ ২০২৫ (বাসস): রমজানের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলায় অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও পুলিশ সুপার আকতার হোসেনের নেতৃত্বে বিভিন্ন বাজার মনিটরিং কমিটির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। 

আজ সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের ভোজ্যতেলের বাজার, মাছের বাজার, কাঁচাবাজার, মুরগী ও মাংস বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় দ্রব্যমূল্য নিয়ে বাজার মনিটরিং কমিটি ভোক্তাদের সাথে কথা বলেন। পাশাপাশি রমজানের শুরুতে অভিযান পরিচালনা করা হলেও বেশ কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠানের মালিককে সর্তক করে দেয়া হয়। তবে কোনো জরিমানা করা হয়নি। এ অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে বাজার অস্থীতিশীল করা বা সিন্ডিকেট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে বলে সতর্ক করেন জেলা প্রশাসক।

রাজিব কুমার সরকার বলেন, প্রথম দিনে কয়েকটি দোকানকে জরিমানা না করে প্রাথমিকভাবে সর্তক করা হয়েছে। প্রতিনিয়ত বাজার মনিটরিং করার কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। রমজান জুড়েই চলবে এই অভিযান। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফসহ জেলা ভোক্তা অধিকার, জেলা কৃষি বিপণন বিভাগ ও মৎস্য বিভাগের কর্মকর্তা এবং জেলা প্রশাসনের বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্টেট।

পুলিশ সুপার আকতার হোসেন বলেন, রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনও কাজ করছে। পাশাপাশি সড়কের দুইপাশে অবৈধভাবে স্থাপনার কারণে যে যানজট সৃষ্টি হয়, সেটা নিরসনেও কাজ করা হচ্ছে। এছাড়া বাজারে কেউ যেন সিন্ডিকেট গড়ে তুলতে না পারে, সেদিকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নজরদারী রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০