পুলিশের এসআই হেনস্তার ঘটনায় গ্রেফতার আরও ১০

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৫:১৯
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় পুলিশের এক উপ-পরিদর্শককে হেনস্থা করার ঘটনায় আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ছবি: বাসস

চট্টগ্রাম, ২ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ‘উচ্ছৃঙ্খল’ একদল লোক পরিকল্পিত মব তৈরির মাধ্যমে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) হেনস্থা করার ঘটনায় আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আগে গ্রেফতার হওয়া দুই জনসহ এই ১২ জনই মবের সঙ্গে জড়িত ছিল।

রোববার (২ মার্চ) পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার রাতভর নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা মাদক সেবন ও ছিনতাইয়ের সঙ্গেও জড়িত। তারা দলবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে মব তৈরির মাধ্যমে পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলীকে মারধর ও হেনস্তা করেছিল।

গ্রেফতার ১০ জন হলো- গনপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।

এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর পতেঙ্গা থানার আউটার রিং রোডে সমুদ্র সৈকত এলাকায় এ মবের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা দুই জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

তারা হলো- সাইমন (২৭) ও আলী ইমাদ (২২)।

ওসি শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে বসে কয়েকজন যুবক মাদক সেবন করছে বলে তথ্য পৌঁছে জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে। তখন সেখানে আউটার রিং রোডে চেকপোস্টে ডিউটি করছিলেন এসআই ইউসুফ। ট্রিপল নাইনের তথ্য পেয়ে তিনি এগিয়ে গেলে দুই যুবক প্রথমে তাকে ভুয়া পুলিশ বলে চেঁচামেচি শুরু করে। এরপর তারা নিজেদের আরও লোকজন সেখানে নিয়ে আসেন। তারা এসআই ইউসুফকে ঘিরে মবের ঘটনা ঘটায়। তারা ইউসুফের কাছ থেকে ওয়াকিটকি, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্য হেনস্তার শিকার হচ্ছেন দেখে সমুদ্র সৈকত এলাকার লোকজন সেখানে যান। তারা হেনস্তাকারীদের দুই জনকে ধরে পিটুনি দেন। পুলিশ তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি, মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করে।

এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় গ্রেফতার দেখিয়ে সর্বশেষ গ্রেফতার ১০ জনকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুফিয়া কামাল হলে সংযুক্ত শিক্ষার্থীদের বরণ করে নিল ছাত্রদল নেতৃবৃন্দ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা ২,০৩৪ টি
হাওর মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনা হালনাগাদকরণের প্রক্রিয়ায় চূড়ান্ত করা হবে : পানি সম্পদ উপদেষ্টা
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ
অনিয়ম, হয়রানি, দুর্নীতির অভিযোগে দুদকের তিন এনফোর্সমেন্ট অভিযান
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের জন্য আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া 
সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার
রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট 
ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না: মৎস্য উপদেষ্টা
ইসরাইলি যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহে যুক্তরাজ্যের ভূমিকা নিয়ে রায় দেবেন বিচারকরা
১০