ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ২০:২৬
মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। ছবি : বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ২ মার্চ ২০২৫ (বাসস): জেলার সরাইল উপজেলায় আজ ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন এ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান ও খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সরাইল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল থেকে ঢাকা- সিলেট মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে এই উচ্ছেদ অভিযান চলে। এসময় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা প্রায় দুই শতাধিক দোকানপাট ও স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন জানান, দখলকারীরা মহাসড়কের পাশে অবৈধ পার্কিংসহ দোকান গড়ে তোলায় পরিবহন ও পথচারীদের চলাচল বিঘ্নিত হচ্ছিল। মহাসড়ক যানজটমুক্ত রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও অংশগ্রহণকারী ২২ জন গ্রেফতার 
বাংলামোটরে ককটেল বিস্ফোরণ : ছাত্রলীগ কর্মীসহ দুজন কারাগারে
ছাত্রদের প্রাইভেট কোচিং বর্জন করে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান হেলালের 
তিস্তা উন্নয়ন ও কর্মসংস্থানের অঙ্গীকার তাসভিরুল ইসলামের
নাশকতা সৃষ্টির লক্ষ্যে বাসে আগুন দিচ্ছে অগ্নি সন্ত্রাসীরা 
আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার চান আবেদনকারীরা
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৫
ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করল পাকিস্তানি তালেবান
ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না : বাণিজ্য উপদেষ্টা
ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে 
১০