ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ২০:২৬
মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। ছবি : বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ২ মার্চ ২০২৫ (বাসস): জেলার সরাইল উপজেলায় আজ ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন এ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান ও খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সরাইল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল থেকে ঢাকা- সিলেট মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে এই উচ্ছেদ অভিযান চলে। এসময় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা প্রায় দুই শতাধিক দোকানপাট ও স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন জানান, দখলকারীরা মহাসড়কের পাশে অবৈধ পার্কিংসহ দোকান গড়ে তোলায় পরিবহন ও পথচারীদের চলাচল বিঘ্নিত হচ্ছিল। মহাসড়ক যানজটমুক্ত রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে লুট করা আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ভেলোসিটি ১৫কে রান এডিশন ১'
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু
উৎসবমুখর পরিবেশে সিলেটে জন্মাষ্টমী উৎসব পালিত
রাঙ্গামাটিতে জেএফএ অনূর্ধ্ব-১৪ উইমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু
ফ্যাসিবাদী কাঠামো এখনো ভাঙেনি: শিবির সভাপতি
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
১০