ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ২০:২৬
মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। ছবি : বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ২ মার্চ ২০২৫ (বাসস): জেলার সরাইল উপজেলায় আজ ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন এ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান ও খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সরাইল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল থেকে ঢাকা- সিলেট মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে এই উচ্ছেদ অভিযান চলে। এসময় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা প্রায় দুই শতাধিক দোকানপাট ও স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন জানান, দখলকারীরা মহাসড়কের পাশে অবৈধ পার্কিংসহ দোকান গড়ে তোলায় পরিবহন ও পথচারীদের চলাচল বিঘ্নিত হচ্ছিল। মহাসড়ক যানজটমুক্ত রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০